Connect with us
ক্রিকেট

বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করল আইসিসি, তালিকায় আছেন যারা

ICC announces ODI Team of the Year, who are on the list
বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে আইসিসি। ছবি- সংগৃহীত

২০২৪ সালের বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সাদা বলের এই ফরম্যাটে আধিপত্য দেখিয়েছে এশিয়ার ক্রিকেটাররা। বর্ষসেরা একাদশের ১০ জনই এশিয়ার। তবে অবাক করার বিষয় হলো এই ১০ জনের মধ্যে নেই বাংলাদেশ ও ভারতের কোনো ক্রিকেটার।

তবে শুধু বাংলাদেশ কিংবা ভারত নয়, এর বাইরেও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের কোনো খেলোয়াড়দেরও জায়গা হয়নি আইসিসির বর্ষসেরা একাদশে। শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ও আফগানিস্তানের ক্রিকেটার নিয়ে গঠিত হয়েছে এই একাদশ।

বর্ষসেরা এই দলে আধিপত্য বজায় রেখেছে শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৪ জন ক্রিকেটার জায়গা পেয়েছে এই দলে, যেখানে ৩ জন ব্যাটার এবং একজন অলরাউন্ডার। এরা হলে পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস , চারিথ আসালাঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

নিশাঙ্কা ২০২৪ সালে ১২ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ২ ফিফটিসহ ৬৩.১ গড়ে ৬৯৪ রান করেছেন। মেন্ডিস ১৭ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৬ ফিফটিসহ ৫৩ গড়ে ৭৪২ রান করেছেন। আসালঙ্কা ১৬ ম্যাচে ৫০.২ গড়ে ৬০৫ রান করেছেন, যেখানে ১টি সেঞ্চুরির পাশাপাশি ও ৪টি ফিফটি রয়েছে। এছাড়া হাসারাঙ্গা ১০ ম্যাচে ২৬ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৫ ইনিংসে করেন ৮৭ রান।

আরও পড়ুন:

» বিপিএল ২০২৫ : প্লে-অফের দৌড়ে দলগুলোর সামনে যে সমীকরণ

» বর্ষসেরা মনোনয়ন পেল পাকিস্তানের বিপক্ষে লিটনের সেই সেঞ্চুরি

পাকিস্তান থেকে এই দলে জায়গা পেয়েছেন ৩ ক্রিকেটার। ওপেনিংয়ে জায়গা হয়েছে সাইম আইয়ুবের। ২০২৪ সালে ৯ ম্যাচে ৬৪.৩৭ গড়ে ৫১৫ রান করেছেন এই বাঁহাতি ওপেনার। যেখানে ৩ সেঞ্চুরি ও ১ ফিফটি রয়েছে। পাকিস্তানের বাকি দুই ক্রিকেটার হলেন পেসার শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ। গত বছর ৬ ম্যাচে ১৫ উইকেট নেন শাহিন। অন্যদিকে হারিস নিয়েছেন ৮ ম্যাচে ১৩ উইকেট।

পাকিস্তানের সমান ৩ ক্রিকেটার জায়গা করে নিয়েছে আফগানিস্তান থেকে। সাইম আইয়ুবের সঙ্গে ওপেনিংয়ে জায়গা পেয়েছেন রহমানউল্লাহ গুরবাজ। গত বছর ১১ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ২ ফিফটিসহ ৪৮.২ গড়ে ৫৩১ রান করেছেন তিনি। এছাড়া ছয়ে জায়গা পেয়েছে অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই এবং শেষে জায়গা পেয়েছেন তরুণ স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফর।

২০২৪ সালে ব্যাটে বলে দুর্দান্ত খেলেছেন ওমরজাই। ব্যাট হাতে ১২ ম্যাচে ৪১৭ রান করেছেন তিনি। যেখানে ১টি সেঞ্চুরি ও ৩টি ফিফটি রয়েছে। এছাড়া বল হাতে শিকার করেছেন ১৭ উইকেট। আর গজনফর ১১ ম্যাচে শিকার করেছেন ২১টি উইকেট।

এশিয়ার বাইরে থেকে এক ক্রিকেটার জায়গা করে নিয়েছে আইসিসির বর্ষসেরা দলে। তিনি হলে ক্যারিবিয়ান তারকা শেরফান রাদারফোর্ড। গত বছর ৯ ম্যাচে ১০৬.২ গড়ে ৪২৫ রান করেন। ১ টি সেঞ্চুরি ও ৪টি ফিফটির দেখা পেয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ : সাইম আইয়ুব, রহমানউল্লাহ গুরবাজ, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, আজমতউল্লাহ ওমরজাই, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আল্লাহ মোহাম্মদ গজনফর।

ক্রিফোস্পোর্টস/২৪জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট