দীর্ঘ ১০ বছর পর আবারও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বসছে বাংলাদেশে। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তাই এই আসরকে সামনে রেখে সব ধরণের প্রস্তুতির অংশ হিসেবে বিশ্বকাপের ভেন্যু দেখতে গতকাল (রোববার) বাংলাদেশে এসেছেন আইসিসির পাঁচ সদস্যের প্রতিনিধি দল।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।
আজ (সোমবার) মিরপুরে স্টেডিয়াম পরিদর্শনে আসেন এই পাঁচ সদস্য। মিরপুরের হোম অব ক্রিকেটে আসার পর মাঠের সবকিছুই ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন আইসিসির প্রতিনিধি দল। গ্যালারি থেকে শুরু করে একাডেমি মাঠ সবই দেখেছেন তারা। এরপর আগামীকাল (মঙ্গলবার) সিলেট ভেন্যু পর্যবেক্ষণ করবেন এই প্রতিনিধি দল।
আইসিসির পাঁচ সদস্যের পর্যবেক্ষক দলে আছেন নারী বিশ্বকাপের ইভেন্ট অপারেশন্স ম্যানেজার গুরজিত সিং, পিচ পরামর্শক অ্যান্ডি অ্যাটকিনসন, কমার্শিয়াল ও স্পনসরশিপ বিভাগের লায়লা স্টেইন, হসপিটালিটি বিভাগের অ্যালানা হোয়াইট ও নিরাপত্তা বিশেষজ্ঞ ডেভিড মুসকার।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য ভেন্যু মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। সিলেটের দুটি মাঠে হতে পারে লিগ পর্বের খেলাগুলো। সেমিফাইনাল ও ফাইনাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
আরও পড়ুন: শান্ত-মিরাজদের পারফরম্যান্স বিশ্লেষক মহশিন শেখ
ক্রিফোস্পোর্টস/২২এপ্রিল২৪/টিএইচ/বিটি