মিরপুরে সদ্য সমাপ্ত হওয়া বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ফলে পিচটিকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসির ম্যাচ রেফারি ডেভিড বুন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) আইসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই বিষয়টি নিশ্চিত করেছে।
মিরপুর টেস্টে প্রথম দিনেই ১৫ টি উইকেট পড়ে দুই দলের। তাছাড়া এই ম্যাচটি চতুর্থ দিনেই শেষ হয়ে যায়, যার মধ্যে বৃষ্টির কারণে একটি দিন পরিত্যক্ত হয়।
ম্যাচ শেষে ডেভিড বুন উভয় দলের অধিনায়ক ও ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে আলোচনার পর আইসিসির কাছে একটি প্রতিবেদন জমা দেন। যেখানে এই পিচটিকে খেলার জন্য অপ্রস্তুত হিসেবে মূল্যায়ন করেছেন বুন।
বুন তার রিপোর্টে বলেন, আউটফিল্ড খুব ভাল ছিল এবং বৃষ্টির পরও তা ঠিক ছিল। তবে পিচটি অপ্রস্তুত হওয়ার কারণে ম্যাচের প্রথম সেশন থেকেই অসামঞ্জস্যপূর্ণ বাউন্স ছিল। ব্যাটাররা এগিয়ে খেলতে গেলে প্রায়ই তাদের কাধের উপর দিয়ে বল চলে যেত।
এছাড়া কিউই অধিনায়ক টিম সাউদিও এই পিচকে তার দেখা সবচেয়ে বাজে পিচ হিসেবে আখ্যা দিয়েছেন।
এর আগেও ২০১৮ সালে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিল মিরপুরের পিচ। নতুন করে দেওয়া এই ডিমেরিট পয়েন্ট আগামী পাঁচ বছর কার্যকর থাকবে।
আরও পড়ুন: তামিম ইস্যুতে ঝুলছে বিসিবির কেন্দ্রীয় চুক্তি, প্রথম সারিতে মাহমুদুল্লাহ
ক্রিফোস্পোর্টস/১২ডিসেম্বর২৩/এমটি