সম্প্রতি ক্রিকেটের আম্পায়ারিংয়ে সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত৷ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) আম্পায়ারদের এলিট প্যানেলে জায়গা পেয়েছেন তিনি৷ বাংলাদেশ থেকে এর আগে এমন সাফল্য ছুঁতে পারেনি কোনো আম্পায়ার। এলিট আম্পায়ার শরফুদ্দৌলার ক্যারিয়ার নিয়ে চলছে আলোচনা।
শরফুদ্দৌলার শুরুটা আম্পায়ার দিয়ে নয়, ক্রিকেট দিয়ে কর্মজীবনের পথচলা শুরু হয়। নবম শ্রেণীতে পড়া অবস্থায় বাহাতি স্পিনার হিসেবে ঢাকা প্রিমিয়ার লিগে তার অভিষেক হয়। নব্বই দশক থেকে ধীরে ধীরে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ হয়ে পড়েন তিনি৷ এমনকি ১৯৯৪ আইসিসি ট্রফির বাংলাদেশ দলেরও সদস্য ছিলেন তিনি, বয়স কম থাকায় তখন অনূর্ধ্ব-১৯ দলের হয়েও খেলেছিলেন সৈকত৷
কিন্তু ক্রিকেটে খুব বেশি দূর যেতে পারেননি৷ পিঠের চোটের কারণে ক্রিকেট ছাড়তে হয় তাকে। তবে মাঠের ক্রিকেট ছাড়লেও তার ধ্যানে-জ্ঞানে তখনো জড়িয়ে ছিল ক্রিকেট। তাই তো যোগ দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স ম্যানেজার হিসেবে৷ কিন্তু সেখানেও মনকে টিকিয়ে রাখতে পারলেন না৷ ২০০৭ সালে ছেড়ে দেন বিসিবির অপারেশন্স ম্যানেজারের চাকরি৷
চাকরিটা ছেড়ে শরফুদ্দৌলা শুরু করেন আম্পায়ারিং। কে জানতো এখান থেকেই তিনি পৌঁছাবেন শীর্ষ পর্যায়ে! এরপর হাঁটি হাঁটি পা পা করে এখন তো শরফুদ্দৌলার হাত ধরে বাংলাদেশের আম্পায়ারিং এক নতুন উচ্চতায় পৌঁছেছে৷ ভবিষ্যতে যারা ক্রিকেটের আম্পায়ারিংয়ে আসতে চান তাদের জন্যও এখন প্রেরণার নাম শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত৷
গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশ থেকে একমাত্র আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন সৈকত৷ ওই আসরে ৫ ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি৷
এলিট আম্পায়ার শরফুদ্দৌলার ক্যারিয়ার
বাংলাদেশের একমাত্র আম্পায়ার হিসেবে ৭০ এর অধিক ম্যাচ পরিচালনা করার কৃতিত্ব রয়েছে শরফুদ্দৌলার। যে কৃতিত্ব নেই আর কোনো আম্পায়ারের।
২০১০ সালে মীরপুরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার এক দিনের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ারিংয়ে অভিষেক হয় সৈকতের। সেই থেকে এখন পর্যন্ত একাধাটে তিনি ১০ টেস্ট, ৬৩ ওয়ানডে আর ৪৪ টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করেছেন।
নারীদের ক্রিকেটেও নিজের অস্তিত্বের জানান দিয়েছেন তিনি৷ নারীদের ক্রিকেটে শরফুদ্দৌলা ১৩টি ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে টানা তিন ম্যাচে হারল মুম্বাই
ক্রিফোস্পোর্টস/২এপ্রিল২৪/টিএইচ/এসএ