আইসিসির বাজপাখি মুশফিক
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় এক মাস হতে চলেছে। কিন্তু এখনো যেন বিশ্বকাপের রেশ ধরে রেখেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। প্রায় সময়ই বিশ্বকাপের বিভিন্ন মুহূর্ত আইসিসি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে থাকে। এবার মুশফিকুর রহিমকেও দেখা গেল আইসিসির প্রকাশিত এমনই একটি সেরা মুহুর্তের ভিডিওতে। সেখানে মুশফিক শ্রীলংকার বিপক্ষে উইকেট কিপিংয়ের সময় চমৎকার একটি ক্যাচ ধরার মাধ্যমে জায়গা করে নিয়েছেন।
গত পরশু আইসিসি বিশ্বকাপে উইকেটরক্ষকদের চমৎকার সব ক্যাচ ধরার ভিডিও তাদের সামাজিক মাধ্যমের পেজে প্রকাশ করে। সেখানে কেউ ডাইভ দিয়ে, কেউ বাজপাখির মত উড়ে আবার কেউবা দুর্দান্ত থ্রো করার মাধ্যমে রান আউট করে উইকেট তুলে নিতে দেখা যায়। আইসিসি তাদের প্রকাশিত ভিডিওর ক্যাপশনে লেখে, ‘উইকেটরক্ষকেরা উড়ছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে উইকেটরক্ষকদের সেরা কিছু পারফরমেন্স দেখে আসুন।’
সেখানে ভিডিওর শুরুই হয়েছে বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে দিয়ে। গেল বিশ্বকাপে ৬ নভেম্বরে বাংলাদেশ-শ্রীলংকার ম্যাচে লংকান ওপেনার কুশল পেরেরার ব্যাটে এজ হওয়া শট বাঁ দিকে ঝাপিয়ে পড়ে দুর্দান্ত একটি ক্যাচ নিয়েছিলেন মুশি। পেসার শরীফুল ইসলামের বলে কাট করতে গিয়ে মুশফিকের তালু বন্দী হন পেরেরা।
অসাধারণ ক্যাচ ধরার পাশাপাশি দুর্দান্ত ক্যাচ আউট হওয়ারও অভিজ্ঞতা হয়েছে মুশফিকের। ভারতের বিপক্ষে পুনেতে জসপ্রীত বুমরাহর বল কাট করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা জাদেজার দুর্দান্ত ক্যাচে পরিণত হয়েছিলেন এই ডান হাতি ব্যাটসম্যান।
একই ম্যাচে লোকেশ রাহুলের থেকেও দুর্দান্ত উইকেটকিপিং দেখা গেছে। মেহেদী মিরাজ পেসার মোহাম্মদ সিরাজের বল লেগ সাইডে ঘোরাতে গিয়ে রাহুলের অসাধারণ ক্যাচের শিকার হয়েছিলেন। আসরে দুর্দান্ত উইকেটকিপিং দেখা গেছে শ্রীলংকার কুশল মেন্ডিস এবং ইংল্যান্ডের জস বাটলারের থেকেও।
ইংল্যান্ড-শ্রীলংকা ম্যাচে মাহিশ থিকশানার বল লেগ সাইডে মারতে গেলে উইকেটরক্ষক মেন্ডিস বল ধরে সাথে সাথে নন স্ট্রাইকে থ্রো করে আদিল রশিদকে আউট করে ফেলেন। এই ম্যাচেই জস বাটলারের আরেকটি অসাধারণ ক্যাচ ধরে তাকে সাজ ঘরে পাঠান মেন্ডিস।
বাটলার নিজেও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে স্মরণীয় এক ক্যাচ ধরেন। বিশ্বকাপের প্রথম ম্যাচে কিউই ব্যাটসম্যান উইল ইয়ং লেগ সাইডে স্যাম কারেনের বল খেলতে গেলে বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ ধরেন জস বাটলার। এছাড়াও বিশ্বকাপে ডাচদের বিপক্ষে পাওয়া বিরাট কোহলির একমাত্র উইকেটটি পেতেও রাহুলের দারুণ ক্যাচের অবদান রয়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিতেও একটি দুর্দান্ত ক্যাচ ধরেন তিনি। পরশু প্রকাশিত ভিডিওতে সাকিব আল হাসানও আছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে লকি ফার্গুসনের বল পুল করতে গিয়ে হাওয়ায় ভাসা বল উল্টো দিকে দৌড়ে দারুণভাবে তালু বন্দী করেন কিউই উইকেটরক্ষক টম লাথাম।
আরও পড়ুন: নিউজিল্যান্ড একাদশকে উড়িয়ে ম্যাচ শেষে যা বললেন রিশাদ
ক্রিফোস্পোর্টস/১৪ডিসেম্বর২৩/এমএস/এমটি