Connect with us
স্পোর্টস বক্স

মিরাজ-ইমরুলের প্রতিষ্ঠানকে সুখবর দিল আইসিসি

মিরাজ-ইমরুলের প্রতিষ্ঠানকে সুখবর দিল আইসিসি
মিরাজ-ইমরুলের প্রতিষ্ঠানকে সুখবর দিল আইসিসি। ছবি- সংগৃহীত

প্রথমবারের মতো আইসিসি কর্তৃক স্বীকৃতি পেল বাংলাদেশের কোন ব্যাট প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমকেএস স্পোর্টস। ব্যাট মেরামত থেকে শুরু হয় যার যাত্রা, এখন সেই প্রতিষ্ঠান আন্তর্জাতিক ম্যাচেও করতে পারবে ক্রিকেটারদের স্পন্সর। ব্যাটের ডক্টর খ্যাত আফতাব শাহীনের সঙ্গে এই প্রতিষ্ঠান গড়ে তোলেন মেহেদী হাসান মিরাজ ও ইমরুল কায়েস। তাদের সকলের নামের অদ্যাক্ষর নিয়ে লেখা হয় ব্র্যান্ডের নাম।

আইসিসির স্বীকৃতি পাওয়ায় এখন থেকে ক্রিকেটাররা এমকেএস ব্র্যান্ডের লোগো ব্যবহৃত ব্যাট আন্তর্জাতিক ম্যাচেও ব্যবহার করতে পারবে। এরই মধ্যে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রে ও ইংল্যান্ডেও রপ্তানি হচ্ছে এই প্রতিষ্ঠানের তৈরি ব্যাট। যেটিতে লেখা থাকছে মেইড ইন বাংলাদেশ। স্বীকৃতি পাওয়ায় অনেকটা সস্তায় ব্যাট পেয়ে যাবেন এদেশের ক্রিকেটাররা।

এমন ঘটনায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইমরুল কায়েস। নিজের প্রতিক্রিয়া জানিয়ে এই ক্রিকেটার বলেন, ‘আমি মনে করি বাংলাদেশের জন্য এটা খুব বড় সুসংবাদ। আমরা এখন থেকে বিশ্বের যে কোনো স্থানে খেলোয়াড়দের স্পন্সর করতে পারব। এমনকি দেশের জাতীয় খেলোয়াড়দেরও স্পন্সর করতে পারব।’

এমকেএস স্পোর্টসের ডিরেক্টর আফতাব শাহীন জানান, ‘আমরা এখন থেকে বিশ্বের যে কোনো দেশের খেলোয়াড়দের সাথে স্পন্সরশীপে জড়াতে পারব। আমার মতে এটা বাংলাদেশের খেলোয়াড়দের জন্য অনেক ভালো সংবাদ। আমরাই বাংলাদেশে প্রথম স্বীকৃতিপ্রাপ্ত ব্যাট প্রস্তুতকারী প্রতিষ্ঠান।’

নিউজিল্যান্ড সফরে এই ব্র্যান্ডের ব্যাট ব্যবহৃত হবে বলে জানান আফতাব শাহীন। তিনি বলেন, ‘নিউজিল্যান্ডে আমাদের জাতীয় দলের খেলা রয়েছে। সেখানে দুই-তিনজনের সঙ্গে কথা হয়েছে আমাদের। আজকেই স্টিকার যাচ্ছে, ইনশাআল্লাহ আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। আপনাদের জন্য এটা একটা সারপ্রাইজ হিসেবে থাকল।’

এমকেএস স্পোর্টস সর্বনিম্ন ৬০০০ টাকা থেকেই ব্যাট প্রোভাইড করতে পারবে বলে উল্লেখ করেছে। বর্তমানে প্রতি বছর কারখানাটিতে ১০ হাজার আন্তর্জাতিক ক্রিকেট ব্যাট ও ৫০ হাজার টেনিস ব্যাট তৈরির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। নিউজিল্যান্ড সফরেই এমকেএস ব্র্যান্ডের ব্যাট দেখা যাবে বাংলাদেশি ক্রিকেটারদের হাতে।

আরও পড়ুন: তুর্কি সুপার লিগে রেফারিকে ঘুষি, কী পদক্ষেপ নিল ফিফা?

ক্রিফোস্পোর্টস/১৩ডিসেম্বর২৩/এসএফ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in স্পোর্টস বক্স