আর মাত্র একটি ম্যাচ বাকি। এরপরই শেষ হবে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের ডামাডোল। এরই মধ্যে শিরোপা জয়ের ম্যাচের দুই দল নির্ধারিত হয়েছে। মাঠ, দল, প্লেয়ার সবাই যখন চূড়ান্ত, তখন যারা খেলা পরিচালনা করবেন, তাদের দায়িত্ব কেন বাকি থাকবে? এবার সেই আম্পায়ারদের নামও চূড়ান্ত করেছে আইসিসি।
২০২৩ বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচে আম্পায়ারের দায়িত্ব চূড়ান্ত করে ফেলেছে আইসিসি। রবিবার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওই ফাইনাল ম্যাচ। ভারতের তৃতীয় শিরোপা জয়ের মিশনে অস্ট্রেলিয়ার লক্ষ্য ষষ্ঠ শিরোপা।
এই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে আছেন একই দেশের দুজন। ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ ও তার সাথে থাকবেন রিচার্ড কেটেলবরো। দুটি সেমিফাইনালে ভিন্ন ভিন্ন ম্যাচের দায়িত্বেও ছিলেন এই দুজন।
ফাইনালে টিভি আম্পায়ার হিসেবে থাকছেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি ফাইনালে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। আর ফাইনালে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ রেফারির দায়িত্ব সামলাবেন জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট।
২০১৯ বিশ্বকাপের ফাইনালের কেউ এবারের বিশ্বকাপের কোনো দায়িত্বে নেই। আলিম দার, কুমার ধর্মসেনা, রঞ্জনা মাদুগালে ছিলেন গতবারের ফাইনালে।
আরও পড়ুন: পোল্যান্ডকে বিশাল ব্যবধানে হারাল আর্জেন্টিনা
ক্রিফোস্পোর্টস/১৭নভেম্বর২৩/এজে