Connect with us
ক্রিকেট

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো উন্মোচন করেছে আইসিসি

T-20 WC 2024
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো। ছবি- সংগৃহীত

আগামী বছরের মাঝামাঝি সময় থেকে শুরু হতে যাচ্ছে বিশ ক্রিকেটের চার-ছক্কার মহারণ। আসন্ন এই টুর্নামেন্টকে কেন্দ্র করে বৃহস্পতিবার এর লোগো প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।  

আগামী জুন-জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিত হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ যার আয়োজক বাংলাদেশ।

ছেলেদের এবং মেয়েদের এই টুর্নামেন্টের লোগো উন্মোচনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেড় মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে আইসিসি। যেখানে বলা হয়েছে, এই লোগোটি তৈরি করা হয়েছে তিনটি জিনিস- ব্যাট, বল ও শক্তি দিয়ে যা টি-টোয়েন্টি ক্রিকেটকে সংজ্ঞায়িত করে।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে ছেলেদের বিশ্বকাপটি হতে যাচ্ছে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় টি-টোয়েন্টি বিশ্বকাপ। কেননা এই বিশ্বকাপে প্রথমবারের মতো ২০ টি দল অংশ নেবে। এছাড়া বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া মেয়েদের বিশ্বকাপে ১০ টি দল অংশ নেবে।

আরও পড়ুন: যে কারণে ধারাভাষ্য না দিয়েই ফিরে গেলেন তামিম ইকবাল

ক্রিফোস্পোর্টস/০৭ডিসেম্বর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট