আইসিসি প্রতি মাসে একজন ক্রিকেটারকে মাসসেরা খেতাব দেয়। মনোনয়ন তালিকায় থাকেন ৩জন। সেখান থেকে একজন সেরা হন। এবার আগস্ট মাসের সেরা হওয়ার দৌঁড়ে রয়েছেন তিন তারকা। পাকিস্তানের দুজন ও ওয়েস্ট ইন্ডিজের একজন। বাবর আজম ও শাদাব খানের সঙ্গে তালিকায় আছেন নিকোলাস পুরান।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) আগস্ট মাসের সেরা তিন ক্রিকেটারের নাম প্রকাশ করে আইসিসি।
চলমান এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে ১৫১ রানের ইনিংস খেলেন বাবর। এর আগে আফগানিস্তান সিরিজের শেষ দুই ম্যাচেই ফিফটি। গত মাসে বাবরের ব্যাটে ছিল রানের জোয়ার। তাই অনুমেয়ভাবেই সেরার তালিকায় জায়গা পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক।
এছাড়া আফগানিস্তান সিরিজে পাকিস্তানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অলরাউন্ডার শাদাব খান। প্রথম ওয়ানডেতে ৫০ রানের ইনিংসের পাশাপাশি বল হাতে নেন গুরুত্বপূর্ণ এক উইকেট। দ্বিতীয় ওয়ানডেতে ৩৫ বলে ৪৮ রানের ইনিংস খেলে দলকে জেতান। শেষ ম্যাচে নিয়েছেন ৩ উইকেট। আর এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে ২৭ রানে নেন ৪ উইকেট।
ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে সিরিজ সেরা হওয়া নিকোলাস পুরান তালিকার তিনে আছেন। ওই সিরিজের প্রথম ম্যাচে পুরান খেলেছিলেন ৪১ রানের ইনিংস। দ্বিতীয় ম্যাচে ৪০ বলে ৬৭ রান করে দলকে এনে দেন জয়। শেষ ম্যাচে ৩৫ বলে ৪৭ রানের ইনিংস খেলে সিরিজ জেতান তিনি।
আরও পড়ুন: সেই মোরসালিনের দারুণ গোল, হারেনি বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/৭সেপ্টেম্বর২৩/এজে