Connect with us
ক্রিকেট

আইসিসি র‍্যাঙ্কিং : জ্যোতি এগোলেও পিছিয়েছেন নাহিদা-মারুফা

Joty moved forward but Nahida-Marufa fell behind
র‍্যাঙ্কিংয়ে জ্যোতির উন্নতি হলেও নাহিদা-মারুফাদের অবনতি হয়েছে। ছবি- সংগৃহীত

সদ্যই শেষ হয়েছে নারী এশিয়া কাপ। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সবশেষ আসরে সেমিফাইনাল থেকে বাংলাদেশ বিদায় নিলেও ব্যাট হাতে বেশ উজ্জ্বল ছিলেন দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এবার ব্যাট হাতে রান পাওয়ার স্বীকৃতি স্বরূপ মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যাটারদের তালিকায় ৩ ধাপ এগোলেন টাইগ্রেস কাপ্তান।

ফলে বর্তমান র‍্যাঙ্কিংয়ে নিগারের অবস্থান ১৪ নম্বরে। তার দল টুর্নামেন্টের সেমিফাইনালে ভারতের কাছে ১০ উইকেটে হেরে বিদায় নেয়। তবে সেদিনও ব্যাট হাতে অপরাজিত ৩২ রানের ইনিংস খেলেছিলেন নিগার। একই আসরে মালয়েশিয়ার বিপক্ষে ৩৭ বলে অপরাজিত ৬২ রানের ইনিংস আছে তার ঝুলিতে। টুর্নামেন্টে ৩ ম্যাচে বাংলাদেশ অধিনায়কের রান ১৪২ হলেও স্ট্রাইক রেট ছিল ১০০ এর নিচে (৯৬.৫৯)।

টুর্নামেন্টে সর্বোচ্চ ৩০৪ রান করা শ্রীলঙ্কান ব্যাটার চামিরা আতাপাত্তুও ব্যাটারদের তালিকায় ৩ ধাপ এগিয়েছেন। বর্তমানে ৩ ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ের ছয় নম্বরে উঠে এসেছেন ফাইনালে ভারতের বিপক্ষে ৪৩ বলে ৬১ রানের এক অনবদ্য ইনিংস খেলা এই ক্রিকেটার। অন্যদিকে, দল হারলেও ফাইনালে ব্যাট হাতে ৬০ রানের ইনিংস খেলা স্মৃতি মান্দানাও র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন। ভারতীয় ক্রিকেটার বর্তমানে ৪ নম্বরে অবস্থান করছেন।

আরও পড়ুন:

» মুশফিক-মুমিনুলদের নিয়ে পাকিস্তান সফরের দল ঘোষণা

» প্যারিস অলিম্পিক: ব্রাজিলকে আনন্দে ভাসালো ১৬ বছরের কিশোরী 

সেমি থেকে বাদ পড়া বাংলাদেশের তিন জন বোলার র‍্যাঙ্কিংয়ে অবনতির মুখ দেখেছেন। শেষ চারে বল হাতে ২ ওভারে ১০ রান খরচ করে উইকেট শূন্য থাকা রাবেয়া খাতুন পিছিয়েছেন ৪ ধাপ। ৬ থেকে পিছিয়ে এই বোলার বর্তমানে ১০ নম্বরে স্থান পেয়েছেন। বাঁ হাতি স্পিনার নাহিদা আক্তার ৫ ধাপ পিছিয়ে নেমে গেছেন ২৬ নম্বরে। আর ২৬ থেকে পেসার মারুফা আক্তারের বর্তমান র‍্যাঙ্কিং হলো ৩০।

তবে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার কাছে হেরে শেষ চার থেকে বিদায় নেয়া পাকিস্তানি বোলার সাদিয়া ইকবাল সেমিতে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার ৪ নম্বরে উঠে এসেছেন। ভারতীয় পেসার রেনুকা সিংও উন্নতির মুখ দেখেছেন। ৪ ধাপ এগিয়ে এই পেসারের বর্তমান র‍্যাঙ্কিং তালিকার পাঁচে।

ক্রিফোস্পোর্টস/৩০জুলাই২৪/এমএস/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট