এবারের ভারত বিশ্বকাপ নিয়ে সমালোচনার যেন কমতি নেই। একের পর এক সমালোচনা হয়েই যাচ্ছে। গত শনিবার (১৪ অক্টোবর) ভারতের সাথে হারের পর আইসিসির সমালোচনা করেন পাকিস্তানের টিম ডিরেক্টর আর্থার।
সেই সমালোচনার জবাব দিয়েছেন আইসিসি প্রধান গ্রেগ বার্কলে। গতকাল (১৬ অক্টোবর) মুম্বাইয়ে সাংবাদিকদের সাথে কথা বলার এক প্রসঙ্গে সমালোচনার জবাব দেন তিনি। সাংবাদিকরা আর্থারের মন্তব্য প্রসঙ্গে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘আমাদের সবগুলো আসরেই কোন না কোন জায়গা থেকে সমালোচনা চলেই। এসব সমালোচনা নিয়েই আমরা এগিয়ে যাব এবং ভবিষ্যতে আরো ভালো করবো।’
গত ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচে অধিকাংশ দর্শকই ছিল ভারতের। ভিসা সমস্যার কারণে পাকিস্তানের তেমন সমর্থক আসতে পারেনি ভারতে। ফলে স্টেডিয়াম পরিপূর্ণ ছিল ব্লু জার্সিতে। পুরো পরিবেশটাই ভারতকে বাড়তি সুবিধা দিচ্ছে বলে সমালোচনা করেন মিকি আর্থার। এছাড়া ভারত-পাকিস্তানের ম্যাচটি বিসিসিআইয়ের কোন দ্বিপাক্ষিক সিরিজের মত মনে হয়েছে বলেও সমালোচনা করেন তিনি।
এর আগেও ধর্মশালার আউটফিল্ড নিয়ে সমালোচনা করেছেন অনেকে। তাছাড়া বিশ্বকাপ শুরুর এতদিন পরও মাঠে দর্শক অনেক কম হচ্ছে। শুধুভারতের ম্যাচগুলোতেই দর্শক বেশি হচ্ছে যা নিয়ে সমালোচনা করছে বিভিন্ন মহল।
দর্শক কম হওয়া নিয়ে চিন্তিত নন আইসিসি প্রধান। তিনি বলেন, আসরটা কেবল শুরু হয়েছে। পুরো টুর্নামেন্টটা শেষেই আমরা পর্যালোচনা করব এবং কীভাবে ক্রিকেটের আরো উন্নতি করা যায় তা দেখব।
আরও পড়ুন: বিশ্বকাপে নতুন রেকর্ডের অপেক্ষায় মুশফিক
ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৩/এমটি/এজে