পাকিস্তানের বিশ্বকাপ সেমিফাইনালে খেলার স্বপ্ন এবারের মত শেষ হয়ে গেছে আগেই। যদিও খাতা-কলমে এখনও সেমিতে যাওয়ার সুযোগ রয়েছে বাবর আজমদের, কিন্তু বাস্তবতা বলছে উল্টো কথা। আজ ইংলিশদের বিপক্ষে খেলতে নেমে এক প্রকার অসম্ভবকেই সম্ভব করতে হবে পাকিস্তানকে যেটা আসলে বাস্তবতার কাছে যে হার মানবে তা বলে দেয়াই যায়।
তাই আইসিসিও এসব নিয়ে আর রাখঢাক রাখেনি। পাকিস্তানের শেষ ম্যাচের আগেই সেমিফাইনালের সম্ভাব্য ৪ দলের পরিচিতি পর্ব শেষ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আজ কলকাতার ইডেন গার্ডেনসে রবিন রাউন্ড পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান। যদিও ইংলিশ অধিনায়ক জস বাটলার টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানকে যেন আরও হতাশায় নিমজ্জিত করে ফেলেছে। কারণ এখন ইংল্যান্ডকে ৬.১ ওভারের মধ্যে হারানো পাকিস্তানের জন্য অসম্ভব।
বাস্তবতা বলছে আগামী ১৫ নভেম্বর মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিতে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। পরের দিন কলকাতায় দ্বিতীয় সেমিতে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ প্রোটিয়ারা। বাস্তবতায় বিশ্বাসী হয়ে তাই আইসিসিও যেন আগে ভাগেই পাকিস্তানকে বাড়ি পাঠিয়ে দিলো! ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ইন্ডিয়া গেটে দ্বীপাবলি উদযাপনের একটি ভিডিও প্রকাশ করেছে আইসিসি যেখানে এ পর্যন্ত বিশ্বকাপের সেরা মুহূর্তগুলো দেখানো হয়।
সেখানে শেষের দিকে চার সেমিফাইনালিস্ট দলের অধিনায়কদের ছবি দেখিয়ে ভিডিও শেষ করা হয়। ভিডিওতে এক দিকে ছিলেন প্রথম সেমিফাইনালের দুই অধিনায়ক রোহিত শর্মা-কেন উইলিয়ামসন, অপর দিকে ছিলেন আরেক সেমিফাইনালের দুই দলের কাপ্তান প্যাট কামিন্স-টেম্বা বাভুমা। ম্যাচ শুরুর আগের দিনেই এমন ভিডিও প্রকাশ করে পাকিস্তানকে যেন বাস্তবতার মুখোমুখিই দাঁড় করিয়ে দিল আইসিসি।
আরও পড়ুন: বিশ্বকাপে সেরার দৌড়ে এগিয়ে কে কে? বাংলাদেশের হয়ে তালিকায় যিনি
ক্রিফোস্পোর্টস/১১নভেম্বর২৩/এমএস/এমটি