Connect with us
ক্রিকেট

বছরের শুরুতেই হঠাৎ স্ট্যাম্পিংয়ের নিয়ম বদলালো আইসিসি

Crifo stumping ICC
বছরের শুরুতেই হঠাৎ স্ট্যাম্পিংয়ের নিয়ম বদলালো আইসিসি। ছবি: সংগৃহীত

নতুন বছরের শুরুতেই ক্রিকেটের একাধিক নিয়মে পরিবর্তন সামনে আনলো আইসিসি। যেখানে স্টাম্পিংয়ের পরিবর্তিত নিয়ম অন্যতম। মূলত ফিল্ডিং সাইডকে অতিরিক্ত সুবিধা প্রদান থেকে বিরত থাকতেই নতুন নিয়ম করা হয়েছে। এছাড়াও কনকাশন নিয়ম ও ফিল্ড ইনজুরি অ্যাসেসমেন্ট এবং ট্রিটমেন্টের নিয়মেও সংশোধনী আনা হয়েছে।

এর আগে দেখা যেত ফিল্ডিং সাইড স্টাম্পিংয়ের আবেদন করলে তৃতীয় আম্পায়ার স্ট্যাম্পিং চেক করার আগে একাধিক বিষয় নিশ্চিত হতেন। প্রথমে ফ্রন্ট ফুট চেক করা, এরপর সামনে থেকে দেখা হতো যে বল ব্যাটের কানায় লেগে ‘কট বিহাইন দা উইকেট’ হয়েছে কিনা। তারপর সাইড-অন রিপ্লে দেখে স্টাম্পিং নির্ণয় করা হতো।

এতে করে সম্ভাব্য স্ট্যাম্পিং এর আবেদন করে ফিল্ডিং সাইড পূর্ণাঙ্গ একটি রিভিউয়ের সুবিধা ভোগ করতে পারত। ফলে স্টাম্পিং না হলেও রিপ্লের বদৌলতে ব্যাটার অনেক সময় ‘কট বিহাইন দা উইকেট’ হয়ে যেত ফিল্ডিং সাইডের কোন প্রকার রিভিউ নেওয়া ছাড়াই। তবে আইসিসির নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে স্টাম্পিং এর আবেদনের ক্ষেত্রে কেবল সাইড-অন স্ক্রিন থেকে সরাসরি স্টাম্পিং চেক করা হবে।

এদিকে কনকাশন নিয়মেও সংশোধন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী কোন বোলার চোট পেয়ে মাঠ ছাড়লে তার পরিবর্তে যে বোলার মাঠে আসবেন তিনি চাইলেই বল করতে পারবেন না। যদি আগের বোলার বল করার সময় চোট পান, কেবল তখনই বদলি হিসেবে নামা বোলার বল করার সুবিধা পাবেন।

এ ছাড়াও নতুন নিয়ম অনুযায়ী তৃতীয় আম্পায়ার বোলারের সামনের পা ছাড়াও নো বলের সব ধরনের ফুট ফল্ট স্বয়ংক্রিয়ভাবে চেক করার সুযোগ পাবেন। পাশাপাশি ফিল্ড ইনজুরি অ্যাসেসমেন্ট এবং আঘাতের চিকিৎসার জন্য সর্বোচ্চ চার মিনিট সময় অতিবাহিত করার অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ধারাভাষ্যকারদের কথা সত্য হলে অবসর নিবেন উসমান খাজা!

ক্রিফোস্পোর্টস/০৫জানুয়ারি২৪/এসএফ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট