আসন্ন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। আগামী বছর মার্চে শুরু হবে টুর্নামেন্টের মূলপর্বের খেলা। ২০ দলের আসরে বাকি দুটি স্লট পাওয়ার জন্য লড়ছে আফ্রিকা অঞ্চলের সাতটি দেশ। আফ্রিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো শুরু হয়েছে ২২ নভেম্বর যা চলবে ৩০ তারিখ পর্যন্ত।
নাবিবিয়ায় অনুষ্ঠিত আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের ম্যাচগুলো শুরু হয়ে গিয়েছে। এরই মাঝে প্রতিটি দল খেলে ফেলেছে নিজেদের দুটি করে ম্যাচ। রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই পর্বে প্রতিটি দল একে অপরের সাথে খেলবে আরো পাঁচটি ম্যাচ।
আজ শনিবার (২৫ নভেম্বর) নাবিবিয়ার ওয়ান্ডারার্স ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, উইন্ডহোক মাঠে গড়াবে বাছাই পর্বের দুটি ম্যাচ। প্রথম ম্যাচে বাংলাদেশ সময় দেড়টায় কেনিয়ার মুখোমুখি হবে তানজেনিয়া। একই মাঠে সন্ধ্যা সাড়ে ছয়টায় মুখোমুখি হবে নামিবিয়া ও রুয়ান্ডা।
রবিবার (২৬ নভেম্বর) নামিবিয়ার ইউনাইটেড ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, উইন্ডহোকে বাংলাদেশ সময় দেড়টায় অনুষ্ঠিত হবে নাইজেরিয়া বনাম তানজেনিয়া ম্যাচ। সন্ধ্যা সাড়ে ছয়টায় মাঠে নামবে উগান্ডা বনাম জিম্বাবুয়ে।
সোমবার (২৭ নভেম্বর) নামিবিয়ার ইউনাইটেড ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, উইন্ডহোক মাঠে বাংলাদেশ সময় দেড়টায় উগান্ডার বিপক্ষে ম্যাচ খেলবে নাইজেরিয়া। একই সময় ওয়ান্ডারার্স ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, উইন্ডহোক মাঠে গড়াবে রুয়ান্ডা বনাম জিম্বাবুয়ে ম্যাচ। আর সন্ধ্যা সাড়ে ছয়টা মুখোমুখি হবে কেনিয়া বনাম নামিবিয়া।
মঙ্গলবার (২৮ নভেম্বর) একমাত্র ম্যাচে সন্ধা সাড়ে ছয়টায় ওয়ান্ডারার্স ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, উইন্ডহোক মাঠে ম্যাচ হবে নামিবিয়া বনাম তানজেনিয়া।
বুধবার (২৯ নভেম্বর) বাংলাদেশ সময় দেড়টায় ইউনাইটেড ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, উইন্ডহোকে মুখোমুখি হবে নাইজেরিয়া-জিম্বাবুয়ে। একই সময় ওয়ান্ডারার্স ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, উইন্ডহোক মাঠে গড়াবে রুয়ান্ডা বনাম তানজেনিয়া ম্যাচ। সন্ধ্যা সাড়ে ছয়টায় ওয়ান্ডারার্স ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, উইন্ডহোক মাঠে অনুষ্ঠিত হবে কেনিয়া ও উগান্ডার ম্যাচ।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বাছাই পর্বের শেষ দিনে দেড়টায় ইউনাইটেড ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, উইন্ডহোকে মাঠে গড়াবে কেনিয়া-জিম্বাবুয়ে ম্যাচ। একই সময় ওয়ান্ডারার্স ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, উইন্ডহোক মাঠে মুখোমুখি হবে রুয়ান্ডা ও উগান্ডা। সন্ধ্যা সাড়ে ছয়টায় ওয়ান্ডারার্স ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, উইন্ডহোক মাঠে হবে নামিবিয়া বনাম নাইজেরিয়া ম্যাচ।
আফ্রিকা অঞ্চলে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে এখন পর্যন্ত খেলা নিজেদের দুটি করে ম্যাচ শেষে তালিকার শীর্ষে রয়েছে। এরপরেই যথাক্রমে রয়েছে কেনিয়া, জিম্বাবুয়ে, উগান্ডা, নাইজেরিয়া, রুয়ান্ডা ও তানজেনিয়া। এই সাত দলের মধ্যে শীর্ষ দুই দল নিশ্চিত করবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট।
আরও পড়ুন: ম্যানসিটি-লিভারপুলের হাইভোল্টেজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ক্রিফোস্পোর্টস/২৫নভেম্বর২৩/এসএফ/এজে