বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার উসমান খাজা। তার জাতীয় দলের সতীর্থ ট্র্যাভিস হেড, ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং ইংল্যান্ডের জো রুটকে পেছনে ফেলে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এই অজি ওপেনার।
২০২৩ সালে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট চ্যাম্পিয়নশীপ জয়ের পাশাপাশি সাদা জার্সিতে দারুণ একটি বছর পার করেছেন খাজা। আর তারই স্বীকৃতিস্বরূপ তাকে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হিসেবে ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
গেল বছর অজিদের হয়ে টেস্টে ১৩ ম্যাচে ১২১০ রান করেছেন খাজা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারসেরা ১৯৫ রানের ইনিংস দিয়ে বছর শুরু করেন খাজা।
এরপর ভারতের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে ৭ ইনিংসে ৩৩৩ রান করেন এই বাহাতি ব্যাটার। যা ছিলো এই সিরিজের সর্বোচ্চ রান। তবে ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি খাজা।
বছরের মাঝামাঝিতে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে ১০ ইনিংসে প্রায় ৫০ এভারেজে ৪৯৬ রান করেন খাজা। যেখানে ১ টি শতকের পাশাপাশি ৩ টি অর্ধশতকের ইনিংস রয়েছে। এছাড়া বছরের শেষদিকে পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই টেস্টে ১৭৩ রান করেন এই ওপেনার।
আরও পড়ুন: আইসিসির বর্ষসেরা ইমার্জিং ক্রিকেটার হলেন রাচিন রবীন্দ্র
ক্রিফোস্পোর্টস/২৫জানুয়ারি২৪/এমটি