Connect with us
ক্রিকেট

আইসিসি নারী বিশ্বকাপ বাছাই : আম্পায়ার তালিকায় দুই বাংলাদেশি

sathira and masudur
সাথিরা জাকির ও মাসুদুর রহমান। ছবি- গুগল

আসন্ন আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের আম্পায়ার তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই আম্পায়ার, মাসুদুর রহমান ও সাথিরা জাকির। বৃহস্পতিবার আইসিসির প্রকাশিত তালিকায় মোট ১০ জন আম্পায়ার ও ৩ জন ম্যাচ রেফারির নাম ঘোষণা করা হয়েছে।

মাসুদুর রহমান দীর্ঘদিন ধরে আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে আম্পায়ারিং করে আসছেন। তিনি ২০২০ ও ২০২৪ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ পুরুষ বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে, সাথিরা জাকির এর আগে দুটি নারী ওয়ানডে ম্যাচে আম্পায়ার হিসেবে কাজ করেছেন। এবারই প্রথমবারের মতো আইসিসির কোনো বড় আসরে তাকে দেখা যাবে।


আরও পড়ুন

» হঠাৎ আইপিএল ছেড়ে দেশে ফিরলেন রাবাদা

» হামজার পর বাফুফের ক্যাম্পে এলেন আরও দুই প্রবাসী ফুটবলার


পাকিস্তান থেকে আম্পায়ারদের তালিকায় রয়েছেন ফয়সাল খান আফ্রিদি ও সালিমা ইমতিয়াজ। এছাড়া, এই তালিকায় জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার ডোনোভান কচ, দক্ষিণ আফ্রিকার বাবস গকুমা, ওয়েস্ট ইন্ডিজের ক্যান্ডেস লা বোর্ড, জিম্বাবুয়ের সারাহ ডাম্বানেভানা, নিউজিল্যান্ডের শন হেইগ এবং শ্রীলঙ্কার দেদুনু দি সিলভা।

এদিকে, ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন পাকিস্তানের আলী নাকভি, নিউজিল্যান্ডের ট্রুডি অ্যান্ডারসন এবং দক্ষিণ আফ্রিকার শান্দ্রে ফ্রিটজ।

নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব আগামী ৯ এপ্রিল থেকে শুরু হয়ে ১৯ এপ্রিল পর্যন্ত চলবে। ছয় দলের এই প্রতিযোগিতা থেকে সেরা দুই দল চলতি বছরের নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

দায়িত্বপ্রাপ্ত ১০ আম্পায়ার

ডোনোভান কচ (অস্ট্রেলিয়া), ফয়সাল খান আফ্রিদি (পাকিস্তান), মাসুদুর রহমান (বাংলাদেশ), সালিমা ইমতিয়াজ (পাকিস্তান), বাবস গকুমা (দক্ষিণ আফ্রিকা), সাথিরা জাকির (বাংলাদেশ), শন হেইগ (নিউজিল্যান্ড), ক্যান্ডেস লা বোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), দেদুনু দি সিলভা (শ্রীলঙ্কা), সারাহ ডাম্বানেভানা (জিম্বাবুয়ে)।

ম্যাচ রেফারি

আলী নাকভি (পাকিস্তান), শান্দ্রে ফ্রিটজ (দক্ষিণ আফ্রিকা), ট্রুডি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড)।

ক্রিফোস্পোর্টস/৩এপ্রিল২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট