Connect with us
ক্রিকেট

‘দেশি কোচরা কাজ করলে খেলোয়াড়দের জন্য সুবিধা হবে’

Rajin Saleh- BCB HP Batting Coach
রাজিন সালেহ। ছবি- সংগৃহীত

কোচ নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পছন্দের শীর্ষে থাকেন বিদেশিরাই। তবে বিদেশি কোচরা দেশের ক্রিকেটারদের সঙ্গে শতভাগ দিয়ে কাজ করতে পারেন না। মূলত ভাষাগত সমস্যাই এর অন্যতম কারণ। বিদেশি কোচদের ভাষা দেশের অনেক ক্রিকেটারদেরই বুঝতে অসুবিধা হয়। যার ফলে তাদের দেওয়া নির্দেশনা খেলোয়াড়রা শতভাগ বুঝতে পারেন না।

ভাষাগত সমস্যার কারণে খেলোয়াড়েরাও কোচদের সঙ্গে স্বাধীনভাবে কথা বলতে পারেন না। তাই যোগাযোগের ক্ষেত্রে একটা ঘাটতি থেকেই যায়। এক্ষেত্রে বিদেশি কোচদের জায়গায় দেশি কোচরা আসলে ক্রিকেটারদের জন্য কিছুটা সুবিধা হবে বলে মনে করেন বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ব্যাটিং কোচ রাজিন সালেহ।

আরও পড়ুন:

» সেমিফাইনালের আগে ডি মারিয়াকে ঘিরে সুসংবাদ

» শ্রীলঙ্কার অন্তবর্তীকালীন প্রধান কোচের দায়িত্বে জয়াসুরিয়া 

সোমবার (৮ জুলাই) বিসিবির এক ভিডিও বার্তায় এইচপি দলের ক্রিকেটারদের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানান রাজিন। এসময় দেশি কোচদের দায়িত্ব পাওয়া নিয়ে তিনি বলেন, আমার মনে হয় দেশি কোচরা আসলে ভালো হবে। ছেলেরা স্বাধীনভাবে কথা বলতে পারবে, কথাগুলো শুনতে পারবে, কাজ করতে পারবে এবং আমরা আমাদের কাজগুলো স্বাধীনভাবে করতে পারব। এটা আমাদের জন্য পজিটিভ দিক।

বিসিবির এইচপি দল থেকেই ভালো ভালো ক্রিকেটাররা জাতীয় দলে আসেন। আগামী দুই-তিন বছরের মধ্যে এই এইচপি দল থেকে আরো মানসম্মত ক্রিকেটার বের হবে- এমনটাই প্রত্যাশা করছেন রাজিন, আমি মনে করি আগামী দুই তিন বছর এখান থেকে কাজ করার পর ভালো একটা ফলাফল আসবে। আমরা এইচপি থেকে ভালো খেলোয়াড় তৈরি করে দিতে পারব।রাজশাহীতে গত তিন সপ্তাহে আমরা যথেষ্ট অনুশীলন করেছি । ছেলেরা উপভোগ করেছে আমার অভিজ্ঞতা তাদের কাছে শেয়ার করতে পেরেছি এবং তারা নিতে পেরেছে।

ক্রিফোস্পোর্টস/৯জুলাই২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট