ইউক্রেনকে বিদায় করে ফুটসাল বিশ্বকাপের ফাইনালে উঠেছে ব্রাজিল। এবার আরেক দলের অপেক্ষা। সেই দল নিশ্চিত করতে মুখোমুখি হবে ফ্রান্স ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে ফ্রান্স-আর্জেন্টিনা। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো আরিনা স্টেডিয়ামে হবে সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচটি। এই খেলাটি সরাসরি দেখাবে ফিফা প্লাস। ম্যাচটি সেখানে বিনামূল্যে দেখা যাবে।
এই ম্যাচে ফ্রান্সকে হারাতে পারলেই ফাইনালে উঠবে আর্জেন্টিনা। আর ফাইনালে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে আগামী ৬ অক্টোবর রাত নয়টায়।
এর আগে কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানকে ৬-১ গোলে হারিয়ে সেমিতে ওঠে লা আলবাসিলেস্তারা। অন্যদিকে সেমিফাইনালে উঠতে প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়েছিল ফ্রান্স।
আরও পড়ুন:
» ইউক্রেনকে হারিয়ে ১২ বছর পর ফাইনালে ব্রাজিল
» ব্যাট উপহার পেয়ে বাংলায় কথা বললেন বিরাট কোহলি
সুপার সিক্সটিন বা দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-০ গোলে হারিয়েছিল আর্জেন্টাইনরা। আর থাইল্যান্ডকে ৫-২ গোলে বিদায় করে শেষ আটে নাম লেখায় ফরাসীরা।
এফ গ্রুপ থেকে গুয়েতমালাকে ৬-৩ গোলে হারিয়ে এবারের আসর শুরু করেছিল ফ্রান্স। পরের ম্যাচে ভেনেজুয়েলাকে ৭-৩ গোলে এবং শেষ ম্যাচে ইরানকে ৪-১ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে ফরাসীরা। আর গ্রুপ ‘সি’ থেকে ইউক্রেনের জালে ৭ গোল দিয়ে আসর শুরু আর্জেন্টাইনদের। এরপর আফগানিস্তানের বিরুদ্ধে ২-১ গোলে জয়। আর শেষ ম্যাচে অ্যাঙ্গোলাকে ৯-৫ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপসেরা হয়ে পরের রাউন্ডে ওঠে দলটি।
ক্রিফোস্পোর্টস/০৩অক্টোবর২৪/এজে