প্রথমবারের মতো এককভাবে আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে প্রায় তিন দশক পর আইসিসি টুর্নামেন্ট বসতে যাচ্ছে পাকিস্তানের মাটিতে। তবে এই টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি, পাকিস্তানে দল পাঠাবে না ভারত।
পাকিস্তানের মাটিতে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে ভারত যাবে কি না এ নিয়ে আগে থেকেই সংশয় ছিল। সর্বশেষ এশিয়া কাপে পাকিস্তানের মাটিতে খেলতে আপত্তি জানিয়েছিল ভারত। এর ফলে টুর্নামেন্ট গড়ায় হাইব্রিড মডেলে এবং ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হয়। এবারও একই পথে হাঁটতে চাইছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতের গণমাধ্যম এএনআই জানিয়েছে, এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিও নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায় ভারত। সেক্ষেত্রে দুবাই বা শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে রাজি তারা।
আরও পড়ুন:
» অস্ট্রেলিয়া সফরে ভালো খেলে সবার নজরে আসতে চান রিপন
» ভারতকে পাকিস্তানে আসার আহ্বান জানালেন শহীদ আফ্রিদি
» উইম্বলডনে নারী এককের ফাইনাল সহ আজকের খেলা (১৩ জুলাই ২৪)
তবে এবার পাকিস্তান তাদের সিদ্ধান্তে অনড়। এশিয়া কাপের মতো এবার হাইব্রিড মডেলে টুর্নামেন্ট না হওয়ার সম্ভাবনাই বেশি। শেষ পর্যন্ত যদি ভারত সরকার থেকে বিসিসিআই পাকিস্তানে খেলার অনুমতি না পায় এবং টুর্নামেন্ট হাইব্রিড মডেলে অনুষ্ঠিত না হলে ভারতকে ছাড়াই মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি।
কিন্তু ভারত বাদ পড়লেও ৮ দল নিয়ে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। সেক্ষেত্রে গত ওয়ানডে বিশ্বকাপের পয়েন্ট তালিকা অনুযায়ী শ্রীলঙ্কার ভাগ্য খুলবে। নয়ে থাকা লঙ্কানরা খেলবে ভারতের পরিবর্তে।
সবশেষ ১৯৯৬ সালে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল পাকিস্তান। এরপর ২০০৮ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা ছিল দেশটিতে। তবে নিরাপত্তাজনিত কারণে তা দক্ষিণ আফ্রিকায় স্থানান্তর করা হয়। এছাড়া ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে আয়োজক দেশ হিসেবে ছিল পাকিস্তানও। তবে নিরাপত্তাজনিত কারণে সেবারও কোনো ম্যাচ আয়োজন করতে পারেনি পিসিবি।
ক্রিফোস্পোর্টস/১৪জুলাই২৪/বিটি