Connect with us
ক্রিকেট

পরের ম্যাচে মাহমুদউল্লাহ ফিরলে, বাদ পড়বেন কে?

Mahmudullah
পরের ম্যাচে মাহমুদউল্লাহ ফিরলে, বাদ পড়বেন কে?

পঞ্চপাণ্ডবের ক্রিকেটে আর বাকি দুজন। মুশফিক আর মাহমুদউল্লাহর দেখা মেলে লাল-সবুজের জার্সিতে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর ম্যাচে ভারতের বিরুদ্ধে স্কোয়াডে থাকলেও একাদশে ছিলেন না রিয়াদ। সামান্য ইনজুরিতে ছিটকে যান তিনি। কিন্তু সেমির রেসে টিকে থাকতে পরের দুই ম্যাচে জয় অবশ্যই দরকার। তাই একাদশে দেখা যেতে পারে এই অভিজ্ঞ অলরাউন্ডারের।

রিয়াদের ইনজুরি আপডেট বলছে আগামী ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের ম্যাচে হয়তো পাওয়া যাবে তাকে। সেক্ষেত্রে একাদশে কোন জায়গায় আসবেন তিনি? আর বাদ পড়বেন কে? তা নিয়েই ক্রিফোস্পোর্টসের বিশ্লেষণ। ৫ ক্রিকেটারের যেকোনো একজনের কপাল পুড়তে পারে পরের ম্যাচে…

Najmul Shanto

নামের প্রতি একদম সুবিচার করতে পারছেন না শান্ত।

এক. সৌম্য সরকার
বড় মঞ্চে সুযোগ পেয়ে আবারও সেই ব্যর্থতার রূপ দেখাচ্ছেন ওপেনার সৌম্য। ভারতের বিরুদ্ধে ৫টি বল খেলে ডাক (০) মেরেছেন! সেক্ষেত্রে সৌম্যকে কি বাদ দিয়ে ওপেনিংয়ে হয়তো তানজিদের সাথে মিরাজের দেখা মিলতে পারে। পরে লোয়ারঅর্ডারে দেখা যেতে পারে রিয়াদকে।


আরও পড়ুন:

» যে পাঁচ ভুলে হারলো বাংলাদেশ, রয়েছে কিছু প্রাপ্তিও!

» ডিপিএলে নাম লেখাতে যাচ্ছেন সাকিব আল হাসান


দুই. নাজমুল হোসেন শান্ত
অধিনায়ক শান্ত একেবারেই শান্ত। রানেও হচ্ছেন না দুরন্ত। ফলে দল পড়ছে বিপদে। তাই দলের স্বার্থে একাদশে পরিবর্তন আনতে চাইলে শান্তর নামও কাটা পড়তে পারে। অফ স্টাম্পের হাফভলি বলে ক্যাচ দিয়ে ফিরে যাওয়া শান্ত যদি বাদ পড়েন, তাহলে ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তন আসতে পারে।

Saouma

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত ৫ ম্যাচে মাত্র ৩৪ রান করেছেন সৌম্য।

তিন. তাওহীদ হৃদয়
বীরের মতো লড়ে সাহসী এক ইনিংস খেলে মাঠ ছাড়া ব্যাটিংয়ের দৃশ্যটা এখনো জ্বলজ্বলে। কিন্তু তাকে বসিয়ে রাখার কথা কেন আসছে? অনেকেই এমন প্রশ্ন রাখবেন। তাদের জন্য বলছি… ওই ম্যাচে ক্রিজেই কাতরাতে দেখা গিয়েছে হৃদয়কে। তাই যদি ইনজুরি থাকে, তাহলে রিয়াদের ডাক আসতে পারে হৃদয়ের বদলে। তবে এমনটা যেন না হয়, তাই চান ভক্তরা।

চার. জাকের আলী অনিক
৩৫ রানে ৫ উইকেট পড়ে যাওয়া দলকে দুশো পেরোনো ইনিংস উপহার দিতে দারুণ জুটি গড়ার অন্যতম কারিগর জাকের আলী অনিক। বাঁচিয়েছেন লজ্জা থেকে, করেছেন ফিফটিও। কিন্তু ইনিংসে চান্স পেয়েছে একাধিক, আর ব্যাটিংয়ে তেমন ধার দেখা যায়নি। ফিল্ডিংও মিস করে ছেড়েছেন গুরুত্বপূর্ণ ক্যাচ। তাই তাকেও বসিয়ে রাখতে পারে ম্যানেজম্যান্ট।


আরও পড়ুন:

» চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার নাম- সৌম্য সরকার!

» ভারতকে হারিয়ে সেমির পথ খোলা রাখতে চায় পাকিস্তান


Mushfiq

মুশফিকুর রহিম কী থাকতে পারবেন পরের ম্যাচে?

পাঁচ. মুশফিকুর রহিম
পঞ্চপাণ্ডবের আরেক পাণ্ডব মুশফিক। অভিজ্ঞতার ঝুলি নিয়ে খেলতে নেমে নামের প্রতি সুবিচার করতে পারছেন না। তাই তিনিও বাদ পড়তে পারেন। আর মুশফিক বাদ পড়লে কিপিং গ্লাভস উঠবে জাকেরের হাতে। একাদশে যাক পেতে পারেন রিয়াদ। যদিও মুশফিক বাদ পড়ার আশঙ্কা অনেক কম। তবে এটা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

এর বাইরে অন্যরকম কিছুও ঘটতে পারে। একাদশে একাধিক পরিবর্তনও আসতে পারে। বোলিং লাইনে ভিন্ন অ্যাটাক দেখা যেতে পারে। তবে রিয়াদ একাদশে ফিরবেন কী না এবং বাংলাদেশ জয়ে ফিরবে কী না এটাই দেখার বিষয়।

ক্রিফোস্পোর্টস/২২ফেব্রুয়ারি২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট