ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে বাংলাদেশ থেকে একমাত্র মুস্তাফিজুর রহমানই সুযোগ পেয়েছেন। ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে ইতোমধ্যে প্রথম তিন ম্যাচে ৭ উইকেট শিকার করে বেশ নজরও কেড়েছেন তিনি। কিন্তু এর মধ্যেই আইপিএলে এই টাইগার পেসারের খেলা নিয়ে শঙ্কার তৈরি হয়েছে।
গতকাল রাতে (মঙ্গলবার) হঠাৎ আসরের মাঝপথেই বাংলাদেশের মাটিতে পা রাখেন কাটার মাস্টার। পরে জানা যায়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতেই দ্য ফিজের হঠাৎ ঢাকায় আগমন। মূলত পুরো টাইগার স্কোয়াডের ভিসার প্রক্রিয়া এক সাথে সম্পন্ন করার পরিকল্পনা বিসিবির। তাই জরুরি তলব করে ফিজকে ঢাকায় নিয়ে এসেছে ক্রিকেট বোর্ড।
আগামী ৫ এপ্রিলে আসরে নিজেদের চতুর্থ ম্যাচে চেন্নাইয়ের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। ধারণা করা হচ্ছিল, ভিসার কাজ শেষ করে এই ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন মুস্তাফিজ। এর আগে প্রথম তিন ম্যাচেই একাদশে ছিলেন টাইগার পেসার। এর মধ্যে প্রথম ম্যাচে ৪ ওভারে ২৯ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন দ্য ফিজ। কিন্তু শুক্রবারের ম্যাচের আগে এই পেসার দলের সঙ্গে যোগ দিতে পারবেন কি না সে বিষয়ে এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে।
মুস্তাফিজকে না পাওয়া গেলে হয়তো হায়দরাবাদের বিপক্ষে একাদশে সুযোগ পেতে পারেন লঙ্কান স্পিনার মহেশ থিকশানা অথবা ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। এর আগে আসরের প্রথম ম্যাচ খেলে একাদশ থেকে বাদ দেয়া হয় থিকশানাকে। এবার হয়তো আবারও কপাল খুলতে পারে এই লঙ্কান বোলারের।
আরও পড়ুন: মুস্তাফিজুর রহমান ফের কবে চেন্নাই শিবিরে যোগ দেবেন?
ক্রিফোস্পোর্টস/৩এপ্রিল২৪/এমএস/এমটি