Connect with us
ক্রিকেট

পাকিস্তান বিশ্বকাপ জিতলে হজে রাজকীয় অতিথি করার আশ্বাস!

TEam Pakistan For Worldcup t-20
পাকিস্তান ক্রিকেট দলকে শুভকামনা জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত নাওয়াফ। ছবি- সংগৃহীত

ইনজামাম—ইমরান খানদের পাকিস্তান, ক্রিকেটে ‘আনপ্রেডিকটেবল’ তকমা সঙ্গী করবে কে জানতো। আমির-বাবর-রিজওয়ানদের কাঁধে ভর করে সেই তকমা গোচাতে মরিয়া দলটি। তবে পাকিস্তানের তরুণ তুর্কিদের হাতে সাফল্যও নেহাত কম নেই—তবুও কোথায় যেন অপূর্ণতা থেকে যায়।

অতি সম্প্রতি ভারত বিশ্বকাপের ব্যর্থতা দুঃস্বপ্ন ভেবে শক্তিশালী বহর নিয়ে মার্কিন মুলুকে টিম পাকিস্তান। এক দিনের ক্রিকেটে হতাশা ঘোচাতে এবার মিশন টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমিররা যে কোনো দলের শক্তিশালী ব্যাটিং লাইন-আপ ধসিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। একইসঙ্গে বাবর-রিজওয়ানরা গড়তে পারেন পাহাড়সম লক্ষ্য—তবুও হঠাৎ ছন্দপতন আক্ষেপ বাড়ায়।

তবে আক্ষেপের গল্পে, ইতিহাস ভরসা দিচ্ছে দলটিকে। গত আসরে ইংল্যান্ডের কাছে ফাইনাল হেরে শিরোপা ছোঁয়া হয়নি পাকিস্তানের। ২০২২ বিশ্বকাপের আক্ষেপের আগে পাকিস্তানের ট্রফি জয়ের স্বপ্ন আছে ২০০৯ সালে। সেবার লঙ্কানদের হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইউনুস খানের নেতৃত্বাধীন দলটি। এবার প্রায় দেড় যুগের অপেক্ষার অবসান ঘটাতে টিম পাকিস্তান সাত সমুদ্রের ওপারে।

আরও পড়ুন :

» টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ : এক নজরে পূর্ণাঙ্গ সময়সূচি

» টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ : বাংলাদেশের ম্যাচ কবে কখন?

» বিশ্বকাপের মূল পর্বে বিশেষ কিছু করার আশ্বাস দিলেন শান্ত

যুক্তরাষ্ট্রের মাটিতে ইতোমধ্যে পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। আগামী ৬ জুন স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়েই এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান।

বিশ্বকাপ জিতলে হজে রাজকীয় অতিথি করার আশ্বাস!

দল ঘোষণা থেকে মাঠের লড়াই সব খানেই নাটকীয়তার ছোঁয়া থাকে। এবারও তাই হয়েছে—বাকি মাঠের লড়াই। এর মধ্যেই বাবরদের অনুপ্রেরণা দিতে অভিনব এক ঘোষণা এসেছে, বিশ্বকাপ জিতলে নাকি হজে রাজকীয় অতিথি করা হবে পুরো টিমকে!

সবাইকে অবাক করে এমন ঘোষণা দিয়েছেন পাকিস্তানে অবস্থিত সৌদি আরবের দূতাবাসের রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাঈদ আহমেদ আল মালিকি। একটি ভিডিও বার্তায় তিনি এ আশ্বাস দেন। এছাড়া পাকিস্তান ক্রিকেট দলকে জানিয়েছেন শুভকামনা।

রাষ্ট্রদূত নাওয়াফ বলেন, ‘পাকিস্তান ক্রিকেট দলের ভাইদের প্রতি আমার বার্তা, আল্লাহ চাইলে আপনারা এই টুর্নামেন্ট জিতবেন। পাকিস্তানের জনগণ বিশ্বকাপে দলের সাফল্য উদযাপন করবেন।’

তিনি আরও বলেন, ‘আমি পাকিস্তানের সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি। এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর পাকিস্তান দল আগামী বছর হজে রাজকীয় অতিথি হবে।’

বিশ্বকাপের গ্রুপ পর্বে পাকিস্তানের ম্যাচ কবে কখন;

দল প্রতিপক্ষ  তারিখ  সময় 
পাকিস্তান যুক্তরাষ্ট্র ৬ জুন রাত সাড়ে ৯টা
পাকিস্তান ভারত ৯ জুন রাত সাড়ে ৮টা
পাকিস্তান কানাডা ১১ জুন রাত সাড়ে ৮টা
পাকিস্তান আয়ারল্যান্ডে ১৬ জুন রাত সাড়ে ৮টা

ক্রিফোস্পোর্টস/২জুন২৪/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট