টেস্ট ম্যাচে আলোক সল্পতার কারণে নির্ধারিত ওভারের আগেই দিনের খেলা শেষ হতে দেখা যায় প্রায়ই। গতকাল সিডনি টেস্টে এমনটাই ঘটেছে অস্ট্রেলিয়ার ইনিংসে। এদিন মাত্র ৪৬ ওভার পরই আলোক সল্পতার কারণে খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা। তখন ধারাভাষ্য কক্ষ থেকে এই সমস্যার সমাধান করতে ফ্লাড লাইট জ্বালিয়ে গোলাপি বলে খেলা চালানোর পরামর্শ দেন অনেকে।
তবে ধারাভাষ্যকারদের এমন আলোচনায় চোটেছেন অজি ব্যাটার উসমান খাজা; ভালোভাবে নেননি এমন সমাধান। তিনি মনে করেন এমন কিছু ঘটলে টেস্ট ক্রিকেট নিজের ঐতিহ্য হারাবে। টেস্ট খেলার প্রকৃত স্বাদটাই আর পাওয়া যাবে না। এমন নিয়ম শুরু হলে উসমান খাজা আর টেস্ট ক্রিকেটই খেলবেন না। টেস্ট ক্রিকেটে এমন পরিবর্তন হলে সরাসরি অবসর নিবেন তিনি।
উসমান খাজা বলেন, ‘লাল বলের ওপর আলো পড়লে সেটা চোখে দেখা কিছুটা কঠিন হয়। তাই আলোক স্বল্পতায় গোলাপি বল খুবই কার্যকর। তবে এটা কখনোই লাল বলের জায়গা নিতে পারবে না। এখানেই আমার কথা থাকবে। টেস্ট ক্রিকেটের যা সুন্দর, যেটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি তা হচ্ছে টেস্ট ক্রিকেট গত একশ বছরেও অনেক বেশি পরিবর্তন হয়নি।’
তিনি আরো যোগ করেন, ‘খেলাটা না বদলালেও মানুষ অধৈর্য হয়ে পড়ছে। তবে টেস্ট ক্রিকেটে যখন বৃষ্টি বা আলোকস্বল্পতা হবে, এটার সঙ্গে আপনাকে মানিয়ে নিতে হবে। ফলাফল পেতে হলে আপনার কাছে পাঁচটা দিন আছে। আমার মনে হয়, এই ম্যাচে এখনও ফলাফল হবে। যদি এমনটা (আলোকস্বল্পতা এড়াতে গোলাপি বলে খেলা) হয়, তবে আমি টেস্ট থেকে অবসর নেব।’
অস্ট্রেলিয়ার হয়ে গোলাপি বলে দিবারাত্রির ম্যাচও খেলেছেন খাজা। তবে সাদা ও গোলাপি বলের চেয়ে লাল বলের ক্রিকেটকেই এগিয়ে রাখছেন তিনি। খাজা বলেন, ‘লাল বলের ক্রিকেটে পার্থক্য সৃষ্টি করার মতো অনেক কিছুই আছে। আমি সাদা বলে খেলেছি, গোলাপি বলে খেলেছি, লাল বলেও খেলেছি। একেক বলের খেলা এক এক রকমের হয়। লাল বলের খেলার সাথে কোন কিছুরই তুলনা হয় না।’
আরও পড়ুন: ৩দিন পরই ১২ বছরের পুরোন ক্যাপ ফিরে পেলেন ওয়ার্নার
ক্রিফোস্পোর্টস/০৫জানুয়ারি২৪/এসএফ/এজে