Connect with us
ক্রিকেট

সেমিফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে ফাইনালে উঠবে কারা?

If the semi-finals are washed away by rain, who will be in the final?
চলতি বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট দল। ছবি- সংগৃহীত

দেখতে দেখতে শেষের দিকে চলে এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের খেলা। গ্রুপ পর্ব ও সুপার এইটের ম্যাচ শেষে আগামীকাল (২৭ জুন) মাঠে গড়াবে সেমিফাইনালের খেলা। আসরের প্রথম সেমিফাইনালে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। একই দিনে দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে মোকাবিলা করবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

ওয়েস্ট ইন্ডিজের ভেন্যুগুলোতে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবণা থাকে। চলতি আসরের কয়েকটি ম্যাচেই বৃষ্টি বাগড়া দিয়েছে। তাই সেমিফাইনালের ম্যাচগুলোও বৃষ্টির কারণে পরিত্যাক্ত হতে পারে। আর সেমিফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে ফাইনালে উঠবে কোন কোন দল এমন প্রশ্ন থেকেই যায়।

বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে ফাইনালিস্ট নির্ধারণে নিয়ম করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির নিয়ম অনুযায়ী সুপার এইটে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা দল ফাইনালে উঠবে।

আরও পড়ুন:

» দক্ষিণ আফ্রিকা নাকি আফগানিস্তান? ফাইনালে উঠবে কে

» নারী এশিয়া কাপ ২০২৪ : একনজরে পূর্ণাঙ্গ সময়সূচি 

এবারের আসরে প্রথম সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে রাখলেও দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে রাখেনি আইসিসি। কারণ দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনালের মাঝে কেবল একদিন সময় রয়েছে। যার ফলে মার্করাম-রশিদরা রিজার্ভ ডের সুবিধা পেলেও রোহিত-বাটলার তা পাচ্ছে না।

প্রথম দিন বৃষ্টির কারণে ম্যাচ শেষ করা সম্ভব না হলে রিজার্ভ ডেতে একই অবস্থান থেকে ম্যাচ শুরু হবে। তবে রিজার্ভ ডে তেও ম্যাচ শেষ না হলে নিয়ম অনুযায়ী সুপার এইটে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা দল ফাইনালে উঠবে। এর ফলে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা প্রোটিয়ারা ফাইনালে উঠে যাবে। বাদ পড়বে আফগানিস্তান।

আর দ্বিতীয় সেমিফাইনাল পরিত্যক্ত হলে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা ভারত ফাইনালে উঠে যাবে। তবে দ্বিতীয় সেমিফাইনালে রিজার্ভ ডে রাখা না হলেও খেলার জন্য নির্ধারিত ১৯০ মিনিটের সময় আরো বাড়িয়ে ২৫০ মিনিট করা হয়েছে।

আগামীকা বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। আর রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড।

ক্রিফোস্পোর্টস/২৭জুন২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট