আসন্ন নারী টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের অপেক্ষার অবসান ঘটছে প্রতিনিয়তই। আগামী ৩ অক্টোবর পর্দা উঠবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরই মধ্যে প্রায় দল বিশ্বকাপে অংশগ্রহণের জন্য পৌছিয়ে সংযুক্ত আরব আমিরাতে। এবারের আসর নিয়ে প্রতিটি দলের অধিনায়ক দেশ ছাড়ার পূর্বে জানিয়েছেন তাদের লক্ষ্য ও প্রত্যাশার কথা।
ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌরও জানিয়েছেন তাদের লক্ষ্য ও প্রত্যাশা কথা। বিশ্বকাপ নিয়ে আশাবাদী এই অধিনায়ক। তিনি বলেন, ‘ বর্তমানে আমাদের এই দলটা দারুণ। আমরা দীর্ঘদিন একসঙ্গে খেলছি। গত বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিলাম আমরা। কিন্তু আমরা হেরে যাই। এবার ভালো প্রস্তুতি নিয়ে আমরা বিশ্বকাপে যাচ্ছি। বলতে পারেন প্রস্তুতিতে কোথাও কোনও খামতি নেই আমাদের ।
আরও পড়ুন: টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের
গত জুলাইয়ে এশিয়া কাপের ফাইনাল খেলে ভারত। ট্রফির খুব কাছাকাছি গিয়েও ধরতে পারেননি হরমনপ্রীতরা। তার পর থেকে আর কোনো ম্যাচ খেলেনি টিম ইন্ডিয়া। জাতীয় ক্রিকেট একাডেমিতে প্রস্তুতি গ্রহণ করেছেন তারা। এশিয়া কাপের সম্পর্কে এই ভারতীয় কাপ্তান বলেন,’ এশিয়া কাপে আমরা দুর্দান্ত খেলেছি। যদিও ফাইনালে হেরেছি। তবে খারাপ দিন থাকতেই পারে। আসলে টিম হিসাবে আমরা কেমন খেলছি সেটায় দেখার বিষয়।’
এবারের বিশ্বকাপে ভারতের বাধা হয়ে দাঁড়াতে পারে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াকে পাত্তা না দিয়েই হরমনপ্রীত বলেন, ‘ বিশ্বকাপে যেকোনো দলকে হারানো ক্ষমতা আমাদের আছে। এটা অস্ট্রেলিয়া খুব ভালো করেই জানে। তারা জানে তাদেরকে একমাত্র হারাতে পারি আমরা।’
ভারতের প্রধান কোচ অমল মজুমদার বলেন, ‘এশিয়া কাপ ফাইনালে হারের পর আমরা সবার সাথে আলোচনা করি। হারের কারণ হিসাবে বেশ কিছু জিনিস খুঁজে বের করেছি। সেগুলো নিয়ে প্রস্তুতি ক্যাম্পে পরিশ্রম করেছি। প্রথমে আমরা ফিটনেস আর ফিল্ডিং ক্যাম্প করি। আমরা একজন ক্রীড়া মনোবিদকেও দলে আনি।’
ক্রিফোস্পোর্টস/২৬সেপ্টেম্বর২৪/এইচআই