ফুটবলে তেমন সুবিধা করতে না পারলেও ফিফা ফুটসাল বিশ্বকাপে উড়ছে ব্রাজিল। উজবেকিস্তানে চলমান ফুটসাল বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে সেলেকাওরা। তাদের ফাইনালে ওঠার প্রতিপক্ষ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে এই দুই দল।
গতকাল রবিবার (২৯ সেপ্টেম্বর) কোয়ার্টার ফাইনালের ম্যাচে মরক্কোকে ৩-১ গোলে হারিয়েছে ব্রাজিল। ওই ম্যাচে ব্রাজিলের জয়ের নায়ক মার্সেল, লিয়ান্দ্রো লিনো ও দিয়েগো। এরপর দ্বিতীয় কোয়ার্টারে ভেনিজুয়েলাকে ৪-৯ গোলে উড়িয়ে দিয়ে সেমি নিশ্চিত করেছে ইউক্রেন।
আগামী বুধবার (০২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে ব্রাজিল-ইউক্রেন। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো আরিনা স্টেডিয়ামে হবে সেমিফাইনালের এই ম্যাচটি। এই খেলাটি সরাসরি দেখাচ্ছে ফিফা প্লাস। বাংলাদেশ সহ পুরো বিশ্বে ব্রাজিলের সমর্থকরা ম্যাচটি সেখানে বিনামূল্যে দেখতে পাবে।
আরও পড়ুন:
» আর্জেন্টিনার সেমিতে ওঠার ম্যাচ আজ, খেলা দেখবেন যেভাবে
» জয়ের আশায় ভারতের ঝড়ো ব্যাটিং, বাংলাদেশও দেখছে সুযোগ?
ফুটসাল বিশ্বকাপ শুরু হয়েছে ১৯৮৯ সাল থেকে। পাঁচবার শিরোপা জয়ের পর কেটে গেছে আরও এক যুগ। সবশেষ আসরে তৃতীয় স্থানে থেকে বিদায় নেয় তারা। কিন্তু শিরোপা জেতেনি অনেক বছর। তবে হেক্সা মিশন পূরণে এবার ভালোভাবেই লড়াই চালিয়ে যাচ্ছে দলটি।
এবারের আসরে তিন ম্যাচ জিতে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হওয়ার পর শেষ ষোলোতে কোস্টারিকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় সাদা-হলুদের দল। আর রবিবার শেষ আটের ম্যাচে মরক্কোকে হারিয়ে পৌঁছে গেছে শেষ চারে।
অন্যদিকে কোয়ার্টারে ভেনিজুয়েলাকে উড়িয়ে দেয়া ইউক্রেন দ্বিতীয় রাউন্ডে ৩-১ গোলে হারিয়েছিল নেদারল্যান্ডসকে। এর আগে গ্রুপপর্বে আর্জেন্টিনার কাছে ৭-১ গোলে হেরে আসর শুরু করেছিল আন্দ্রেয় শেভচেঙ্কোদের দেশটি। পরে অ্যাঙ্গোলাকে ২-৭ গোলে হারানোর পর আফগানিস্তানকে ৪-১ গোলে হারিয়ে সুপার সিক্সটিনে ওঠে।
ক্রিফোস্পোর্টস/৩০সেপ্টেম্বর২৪/এজে