ভিনিসিয়ুস জুনিয়র এই বছর ব্যালন ডি’অর না জেতায় ফুটবল অঙ্গণে তোলপাড় চলছে। প্যারিসে ব্যালন ডি’অর অনুষ্ঠানের দিনেও ভিনির জেতার সম্ভাবনা থাকলেও, মূল অনুষ্ঠান শুরু কয়েক ঘণ্টা আগে পাল্টে যায় দৃশ্যপট। জানা যায়, ভিনি ব্যালন ডি’অর জিততে পারবে না জেনে অনুষ্ঠান বয়কট করেছে রিয়াল মাদ্রিদ।
এমন ঘটনার পর শুরু হয় তোলপাড়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ভিনি জিতবে না জেনে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। পরবর্তীতে সেটাই সত্যি হয়। ২০২৪ ব্যালন ডি’অর জিতে নেন রদ্রি। যা অনেকের কাছেই বিতর্কিত মনে হয়েছে।
এত আলোচনা-সমালোচনার মাঝে এবার মুখ খুলেছেন ম্যাচনচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। তিনি মনে করেন ভিনিসিয়ুস ব্যালন ডি’অর জিতলে, যোগ্য হিসেবেই জিততেন। এমনকি তার জেতা উচিত ছিল বলেও মনে করেন রদ্রিদের গুরু।
আরও পড়ুন:
» যে কারণে ভিনিসিয়ুসের হাতে উঠেনি ব্যালন ডি’অর
» ব্যালন ডি’অর ২০২৪: কে জিতলেন কোন পুরস্কার
» অধরা স্বপ্ন, রোনালদোর ভবিষ্যৎ কী
কারাবাও কাপে টটেনহ্যাম হর্টস্পারের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে ভিনির না জেতা প্রসঙ্গে গার্দিওলা বলেন, ‘এটা (ব্যালন ডি’অর) কি ভিনিসিয়ুসের জেতা উচিত ছিল? সম্ভবত। কিন্তু এখানে ১০০ সাংবাদিক রয়েছেন, তারাই ভোটটা দেন। কোনো অভিজাত শ্রেণীর মানুষরা এই সিদ্ধান্ত নেন না। সারা পৃথিবীর মানুষ থেকে ভোট আসে, যেখানে ভিন্ন মত থাকে। আর এটাই ফুটবলকে সুন্দর করে তুলেছে।’
তিনি আরও বলেন, ‘সে (ভিনিসিয়ুস) যদি এটা জিতত, যোগ্য হিসেবেই পেত। গত বছর আর্লিং (হলান্ড) যখন জিততে পারেনি তখনও এমন হয়েছিল। সে সেখানে ছিল এবং ফলাফল মেনে নিয়ে লিওকে (মেসি) অভিনন্দন জানিয়েছিল। কখনও জিতবে, কখনও জিতবে না।’
ক্রিফোস্পোর্টস/২৯অক্টোবর২৪/বিটি