২০২২ সালে ইতিহাস গড়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ নারী দল। এবার শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নেমেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আজ গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।
যেখানে পাকিস্তানকে হারালেই টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ। কেননা এর আগে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৫-২ গোলের বড় ব্যবধানে হেরেছিল পাকিস্তান। তাই টুর্নামেন্টে টিকে থাকতে বাংলাদেশের বিপক্ষে খেলছে তারা। নেপালের কাঠমান্ডু দশরথ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বিকেল ৫টা ৪৫ মিনিটে।
টুর্নামেন্টে বাংলাদেশ খেলছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত ও পাকিস্তান। প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে গ্রুপ পর্বে। তাই আজ যদি পাকিস্তান হেরে যায় তবে আনুষ্ঠানিকভাবে চলমান টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে তারা। অপরদিকে মাত্র এক ম্যাচ জিতেই সাফের সেমিফাইনাল নিশ্চিত করবে বাংলাদেশ।
আরও পড়ুন:
» বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন জ্যোতি
» চিন্তা করছি আমিও প্রতিদিন একটা করে স্ট্যাটাস দেব: শান্ত
ক্রিফোস্পোর্টস/২০অক্টোবর২৪/এফএএস