আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইমাদ ওয়াসিম। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা জানান তিনি। এর আগে বেশ অনেকটা সময় ধরেই পাকিস্তানের জাতীয় দলের বাইরে ছিলেন টি-টোয়েন্টি ক্রিকেটের র্যাঙ্কিয়ে এক সময়ে শীর্ষে থাকা এই পাকিস্তানি অলরাউন্ডার।
সবশেষ এপ্রিল মাসে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ইমাদ পাকিস্তানের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে মোট ১২১ টি ম্যাচ খেলেছেন। দেশের মাটিতে খেলা নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজেও দলে ছিলেন তিনি। যদিও জাতীয় দলের হয়ে শেষ ওয়ানডে খেলেছিলেন কয়েক বছর আগে।
নিজের একাউন্টে দেয়া বিবৃতিতে ইমাদ জানান, ‘গত কয়েক দিনে আমার ক্যারিয়ার নিয়ে অনেক ভেবে বুঝতে পারলাম আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়ার এটাই সঠিক সময়। এত বছর ধরে আমাকে সহায়তার জন্য পিসিবিকে ধন্যবাদ দিতে চাই। পাকিস্তানের প্রতিনিধিত্ব করা আমার জন্য সম্মানের।’
নতুন দিনের জন্য পাকিস্তানকে শুভকামনাও জানিয়েছেন তিনি। ইমাদ ওয়াসিম লেখেন, ‘পাকিস্তানের হয়ে খেলা ১২১ টি ম্যাচই আমার জন্য ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো। নতুন কোচ ও নেতৃত্বের অধীনে আশা করি পাকিস্তানের সামনে রোমাঞ্চকর দিন অপেক্ষা করছে। সংশ্লিষ্ট সবাইকে অগ্রীম শুভকামনা।’
আরও পড়ুন: খারাপ সময় পিছু ছাড়ছে না মেসির, উড়ে এলো আরেকটি দুঃসংবাদ
ক্রিফোস্পোর্টস/২৪নভেম্বর২৩/এমএস/এমটি