Connect with us
ক্রিকেট

নাহিদ রানার গতিতে মুগ্ধ সিমন্স, যত্ন নিয়ে চান গড়ে তুলতে

Nahid rana and Phil simmons
নাহিদ রানা ও ফিল সিমন্স। ছবি- সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে পরাজিত হয় বাংলাদেশ। এতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে টাইগাররা। এই অপ্রাপ্তির সিরিজের কিছু ব্যক্তিগত প্রাপ্তিও ছিল চোখে পড়ার মত। যার মধ্যে অন্যতম নাহিদ রানার অভিষেক ম্যাচে গতিময় বোলিং। যা নজর এড়ায়নি টাইগারদের বর্তমান কোচ ফিল সিমন্সের।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এই সিরিজের প্রথম দুই ম্যাচে খেলার সুযোগ পাননি নাহিদ রানা। তবে শেষ ম্যাচে তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে মাঠে নামানো হয় এই তরুণ পেসারকে। আর দেশের জার্সিতে প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নেমেই তুলেছেন গতির ঝড়। দারুন সব লাইন ও লেন্থের গতিময় বলে বারবার পরাস্ত হয়েছেন আফগান ক্রিকেটাররা।

বেশ অনেকবার প্রতিপক্ষ ব্যাটারদের কঠিন পরীক্ষায় ফেলেছিলেন এই তরুণ পেসার। একাধিকবার ওমরজাই ও মোহাম্মদ নবীর শরীরে আঘাত হানে নাহিদের ছোড়া গতিময় বল। ১৫০ কি.মি. প্রতি ঘন্টারও বেশি গতির বল করেন নাহিদ। যা দেখে ডাগআউঠে থাকা কোচ ফিল সিমন্সকে দেখা যায় হাতে তালি দিয়ে তাকে সাধুবাদ জানাতে।

ম্যাচ পরবর্তী সময় নাহিদ রানাকে নিয়ে সরাসরি কথা বলেছেন সাবেক এই ক্যারিবিয় ক্রিকেটার। নাহিদের এই প্রতিভাকে তার প্রাকৃতিক গুন উল্লেখ করে সিমন্স বলেন, ‘আসলে বিষয়টা আমি যেভাবে দেখি তা হচ্ছে, গতি এমন একটা জিনিস যা আপনি বাজার থেকে কিনতে পারবেন না। আপনি কাউকে দ্রুতগতির বোলিং শেখাতে পারবেন না। তবে তার মাঝে এই প্রতিভাটা আছে।’

আরও পড়ুন:

» বার্সেলোনার মেয়েদের ম্যাচসহ আজকের খেলা (১২ নভেম্বর ২৪)

» সিরিজ হেরে আফগান ব্যাটারদের কৃতিত্ব দিলেন মিরাজ

নাহিদ রানার মত এমন প্রতিভাবান ক্রিকেটারকে যত্ন নিয়ে গড়ে তুলতে চান ফিল সিমন্স, ‘আমরা চেষ্টা করব যত বেশি সম্ভব এই এক্সাইটিং ট্যালেন্টের যত্ন নেয়ার। সে দারুণ এক্সাইটিং একজন ক্রিকেটার। তার অ্যাটিটিউড, বলের গতি সবকিছু মিলিয়েই সে অসাধারণ। তার খেলা দেখে দারুণ লেগেছে, চেষ্টা করে যাব তাকে ভালোভাবে ভবিষ্যতের জন্য গড়ে তুলতে।’

ফিল সিমন্স দায়িত্ব নেয়ার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং সদ্য সমাপ্ত আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। যেখানে দলীয় অর্জন বলতে খুব বেশি কিছু ছিল না। তবে পেছনে না তাকিয়ে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ নিয়ে মনোযোগী হতে চান এই টাইগার কোচ।

ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট