আসন্ন প্যারিস অলিম্পিকের টিকিট পেয়েছেন আরো একজন বাংলাদেশি। আর্চার সাগর ইসলাম, শুটার রবিউল ইসলামের পর দেশের তৃতীয় ক্রীড়াবিদ হিসেবে এবারের অলিম্পিকে খেলার সুযোগ পেয়েছেন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। আজ সোমবার (১ জুলাই) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন উভয়ই এ তথ্য নিশ্চিত করেছে।
ইমরানুর রহমান ওয়াইল্ড কার্ডের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। যদিও তার সুযোগ পাওয়ার বিষয়টি আগে থেকেই অনেকটা নিশ্চিত ছিল। বাকী ছিল আনুষ্ঠানিক ঘোষণা।
বিশ্ব অ্যাথলেটিক্স ফেডারেশন বাংলাদেশের জন্য অলিম্পিকে একটি কোটা বরাদ্দ রেখেছিল। আর সেই কোটায় দেশের দ্রুততম মানব ইমরানুরের নাম প্রেরণ করা হয়েছিল। এর ফলে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন এই ক্রীড়াবিদ।
আরও পড়ুন:
» ফ্রাঞ্চাইজি লিগ খেলতে কত দিনের ছুটি পেলেন ক্রিকেটাররা?
» বিশ্বকাপ জিতে রোহিত-কোহলির পথেই হাটলেন জাদেজা
প্যারিস অলিম্পিকে ১০০ মিটার পুরুষ ইভেন্টে অংশগ্রহণ করবে ইমরানুর রহমান। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু এ তথ্যটি জানিয়েছেন।
জানা গেছে, ইমরানুর রহমান ইংল্যান্ডে বসবাস করেন। ইংল্যান্ড থেকে ফ্রান্সের দূরত্ব স্বল্প হওয়ায় সেখান থেকেই অলিম্পিকে অংশ নেবেন।
এবারের আসরে শুটার রবিউল ইসলামও ওয়াইল্ড কার্ডের মাধ্যমে অলিম্পিকের টিকিট পেয়েছেন। আর আর্চার সাগর ইসলাম তুরস্কে অনুষ্ঠিত ২০২৪ ফাইনাল ওয়ার্ল্ড কোটা টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ একক থেকে সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ করে নিয়েছেন।
চলতি মাসের ২৬ তারিখে ফ্রান্সের রাজধানী প্যারিসে পর্দা উঠবে অলিম্পিকের। বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া প্রতিযোগিতার পর্দা নামবে আগামী ১১ আগস্ট।
ক্রিফোস্পোর্টস/১জুলাই২৪/বিটি