গত বছর কাজাখস্থানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে গিয়ে সোনা জিতেছিলেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। সেই ধারাবাহিকতায় এবারও ইরানের তেহরানে আয়োজিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসের সেমিফাইনালে দ্বিতীয় হয়ে ফাইনাল নিশ্চিত করেছেন ইমরানুর।
আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৮টা ৫০ মিনিটে শুরু হবে ফাইনাল ম্যাচ। এর আগে সেমিফাইনালে ৬০ মিটার প্রেস্টিজিয়াস ইভেন্টের স্প্রিন্ট সম্পন্ন করতে ইমরানুর সময় নিয়েছিলেন ৬.৬০ সেকেন্ড। এই প্রতিযোগিতায় ৬.৫০ সেকেন্ডে দৌড়ে প্রথম হয়েছেন ওমানের আল আনোয়ার আলী আল-বালুসি।
চলতি এশিয়ান ইনডোরের ৩য় হিটেও দ্বিতীয় হয়ে সেমিফাইনালে উঠেছিলেন ইমরানুর রহমান। সেসময় তার টাইমিং ছিল ৬.৬২ সেকেন্ড। যার এবার আরও উন্নতি হয়েছে। তবে ইমরানুরের লক্ষ্য থাকবে গেল আসরের মত এবারও ফাইনালে প্রথম হয়ে স্বর্ণপদক জয়ের মুকুট ধরে রাখার।
এদিকে গতকাল রোববার এশিয়ান ইনডোরে ৪০০ মিটার ইভেন্টের ফাইনালে দ্বিতীয় হয়ে রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশের আরেক অ্যাথলেট জহির রায়হান। এশিয়ান পর্যায়ে অ্যাথলেটিক্সে যা বাংলাদেশের দ্বিতীয় পদক। এবার একদিনের ব্যবধানেই সুযোগ থাকছে সেই সংখ্যা বাড়িয়ে নেওয়ার।
আরও পড়ুন: এশিয়ান ইনডোরে পদক জিতল বাংলাদেশের জহির রায়হান
ক্রিফোস্পোর্টস/১৯ফেব্রুয়ারি২৪/এফএএস