Connect with us
ক্রিকেট

লাল বলের ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা ইমরুলের

Imrul announced retirement from red ball cricket
বাংলাদেশের সাদা পোশাকে ইমরুল কায়েস। ছবি- সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটে অবহেলিত খেলোয়াড়দের তালিকা করা হলে সবার ওপরেই হয়ত থাকবে ইমরুল কায়েসের নাম। সম্প্রতি দেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানও তাকে অবহেলিত ক্রিকেটার হিসেবে আখ্যা দিয়েছেন। এবার সেই অবহেলিত ক্যারিয়ারের লাল বলের ক্রিকেটে ইতি টানতে যাচ্ছেন এই টপ অর্ডার ব্যাটার।

টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইমরুল কায়েস। আজ বুধবার (১৩ নভেম্বর) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দিয়েছেন তিনি। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিদায় টেস্ট ক্রিকেট। আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ।’

আগামী ১৬ নভেম্বর খুলনা বিভাগের হয়ে ক্যারিয়ারের শেষ প্রথম শ্রেণির ম্যাচটি খেলে বিদায় নেবেন ইমরুল। তবে লাল বলের ক্রিকেট থেকে বিদায় নিলেও সাদা বলে সীমিত ওভারের খেলা চালিয়ে যাবেন এই বাঁ হাতি ব্যাটার।

আরও পড়ুন:

» ছিটকে গেলেন রাসেল, বদলি হিসেবে দলে ডাক পেলেন স্প্রিঙ্গার

» নেইমারকে ফিরে পেতে চাই তাঁর শৈশবের ক্লাব!

ভিডিও বার্তায় ইমরুল বলেন, ‘বাংলাদেশের সকল ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে জানাতে চাচ্ছি যে, আমি খুব শীঘ্রই একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আগামী ১৬ নভেম্বর আমি আমার টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। একই সঙ্গে আমার প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারেরও সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। এটি আমার জীবনে ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে কঠিন ও আবেগের একটি মুহূর্ত।’

২০০৮ সালের ১৯ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সাদা পোশাকে অভিষেক হয় ইমরুলের। এই দীর্ঘ টেস্ট ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে খুব বেশি খেলার সুযোগ হয়নি তার। এমনকি নিজের সর্বশেষ আন্তর্জাতিক টেস্ট খেলেছেন পাঁচ বছর আগে।

বাংলাদেশের সাদা পোশাকে ইমরুল ৩৯টি ম্যাচ খেলে ২৪.২৮ গড়ে ১৭৯৭ রান করেছেন। যেখানে তিনটি শতক ও ৫টি অর্ধশতক রয়েছে। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৭টি ম্যাচ খেলে প্রায় ৩৪ গড়ে ৭৯৩০ রান করেছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে ২০টি শতক ও ২৭ অর্ধশতক রয়েছে ৩৭ বছর বয়সী এই ব্যাটারের।

ক্রিফোস্পোর্টস/১৩নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট