ভারতের বিপক্ষে ২০১৯ সালে দিবরাত্রির টেস্ট ম্যাচের পর আর জাতীয় দলে সুযোগ পাননি ইমরুল কায়েস। দীর্ঘ পাঁচ বছরে অনেকবার শুনিয়েছেন প্রত্যাশার কথা। নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করতে অসংখ্যবার ঘরোয়া ক্রিকেটে করেছেন দারুণ পারফর্ম। এমনকি বিপিএলেও রান করে ফিরে আসার স্বপ্ন দেখেছেন। তবে আর শেষবারের মতো ফেরা হয়নি জাতীয় দলে।
এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছিলেন জাতীয় দলে ফেরার আশায় সর্বদা নিজেকে প্রস্তুত রাখেন ইমরুল। সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করেন এক সেট ক্রিকেটীয় সামগ্রী। তবে অনেক চেষ্টার পরেও জাতীয় দলে ফিরতে না পারার বিষয়টিকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছেন ইমরুল। জানিয়েছেন টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরের কারণ।
একটা সময় পর দলে সুযোগ না পাওয়ার বিষয়ে দেশের এক সংবাদমাধ্যমকে ইমরুল বলেন, ‘আমি মনে করি, আমার ক্যারিয়ার থেকে আরও অনেক কিছু পাওয়া যেত। কিন্তু নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করতে পারিনি। এটা ছিল আমার ভাগ্য। কিন্তু সাদা বলের ক্রিকেটে যতটুকু পারব, শেষ পর্যন্ত ভালো খেলার চেষ্টা করব।’
এদিকে ২০১৮ সর্বশেষ ওয়ানডে ক্রিকেট খেলেছিলেন এই টাইগার ক্রিকেটার। যেখানে অবাক করা বিষয় এই ফরমেটে খেলা শেষ পাঁচ ইনিংসের মধ্যে তার নামের পাশে আছে দুটি শতক ও একটি ৯০ রানের ইনিংস। পরবর্তীতে বিভিন্ন সময় ঘরোয়া ক্রিকেটে রান করেও জাতীয় দলের দরজায় তেমন একটা কড়া নাড়তে পারেননি ইমরুল।
আরও পড়ুন:
» শেষ ম্যাচে মাঠে নামার আগে আবেগঘন বার্তা দিলেন ইমরুল
» ক্লাব বিশ্বকাপের শিরোপা উন্মোচন, রয়েছে যেসব নতুনত্ব
এদিকে টেস্ট ক্রিকেটের পাশাপাশি প্রথম শ্রেণীর ক্রিকেট থেকেও কেন অবসর নিচ্ছেন সেই প্রশ্নের উত্তর দিয়েছেন ইমরুল নিজেই, ‘খুলনা দলের কিছু খেলোয়াড় আমাকে জিজ্ঞেস করেছে, কেন আমি এখন অবসর নিচ্ছি? আমি বললাম, হয়তো দু’বছর পর তোমরা আমাকে বলবে, আপনি কবে ছাড়বেন? তখন হয়তো খারাপ লাগবে। আমি চাই নিজের ইচ্ছায় সম্মানের সঙ্গে সরে দাঁড়াতে।’
বাংলাদেশের হয়ে ৩৯ টেস্ট খেলে ২৪.২৮ গড়ে ১৭৯৭ রান করেছেন ইমরুল। ৩ সেঞ্চুরির সঙ্গে রয়েছে ৪ ফিফটি। প্রথম শ্রেণির ক্রিকেটে আছে ১৩৭ ম্যাচে ৩৪.১৮ গড়ে ৭৯৩০ রান। ২০ সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ২৭ ফিফটি। মিরপুরে কাল থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ড। যেখানে খুলনার হয়ে নিজের বিদায়ী ম্যাচ খেলবেন ইমরুল।
ক্রিফোস্পোর্টস/১৫নভেম্বর২৪/এফএএস