Connect with us
ক্রিকেট

২০২৩ সালে ওয়ানডেতে সর্বোচ্চবার ‘শূন্য’ রানে আউট হয়েছেন লিটন

লিটন কুমার দাস। ছবি- সংগৃহীত

গতকাল (শনিবার) নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি বছরের শেষ ওয়ানডে ম্যাচটি খেলছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে ইতিহাস গড়া জয় দিয়েই এবছরের ওয়ানডে পর্ব শেষ করেছে টাইগাররা। তবে ব্যাট হাতে বছরটা ভালো কাটেনি বাংলাদেশের ‘ক্লাসিক’ ব্যাটসম্যান খ্যাত লিটন কুমার দাসের।

ব্যাট হাতে খারাপ সময় কাটানোর পাশাপাশি এক অনাকাঙ্খিত রেকর্ডেরও ভাগীদার হয়েছেন লিটন কুমার দাস। ২০২৩ সালে সর্বোচ্চ ৫ বার ‘শূন্য’ রান করে আউট হয়েছেন লিটন। টেস্ট মর্যাদা পাওয়া দেশগুলোর মধ্যে এবছর তিনিই একমাত্র ক্রিকেটার হিসেবে এই লজ্জাজনক রেকর্ডের মালিক হয়েছেন।

ক্যারিয়ারের শুরু থেকে ব্যাট হাতে তেমন ধারাবাহিক ছিলেন না লিটন দাস। তবে ২০২২ সালে ব্যাট হাতে এক নতুন লিটনের আবির্ভাব ঘটে। ২০২২ সালে ১৩ ম্যাচে ৫২.৪৫ গড়ে ৫৭৭ রান করেন এই ব্যাটার। বনে যান বাংলাদেশের সেরা ব্যাটারও।

তবে ২০২৩ সালে এসে কিছুটা ছন্দপতন হয় লিটনের। ব্যাট হাতে নিয়মিত রান পাচ্ছিলেন না তিনি। সদ্য সমাপ্ত হওয়া বিশ্বকাপেও প্রত্যাশা অনুযায়ী রান করতে পারেননি এই ব্যাটার। এ বছর ২৮ ইনিংসে ২৬.০৪ গড়ে ৬৫১ রান করেছেন তিনি। গত বছরের তুলনায় এ বছর অর্ধেক গড়ে রান করেছেন লিটন।

আরও পড়ুন: পূর্ব পরিকল্পনা অনুসারেই মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে চেন্নাই

ক্রিফোস্পোর্টস/২৪ডিসেম্বর২৩/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট