বৃষ্টি বাধায় পরিত্যাক্ত হয়েছে এশিয়ান গেমসের বাংলাদেশ ও হংকং মধ্যকার কোয়াটার ফাইনাল ম্যাচটি। আর এতেই সেমিফাইনালের টিকিট পেয়েছে টাইগ্রেসরা।
শুক্রবার স্থানীয় সময় দুপুর ২ টায় বাংলাদেশ ও হংকংয়ের মেয়েদের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। ম্যাচটির ভেনু ছিল হাংজুর জিজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এদিন গুড়ি গুড়ি বৃষ্টি চলমান থাকায় মাঠ কাভার দিয়ে ঢাকা ছিল। আম্পায়াররা কয়েকবার মাঠ পর্যবেক্ষণ করেন। পরে বৃষ্টি পড়তে থাকায় দুই ঘন্টা পর খেলা বাতিল করা হয়। এতে এশিয়ান গেমসের সেমিতে পৌঁছে যায় টাইগ্রেসরা।
বিশ্ব টি-২০ র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান নবম আর হংকং এর অবস্থান ২২তম। নিয়ম অনুসারে, নকআউটের কোনো ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হলে যে দল র্যাংকিংয়ে আগে, তারাই পরের পর্বে যাবে। ফলে সেমিতে পৌঁছে যায় বাংলাদেশ।
উল্লেখ্য, আগামী ২৪ সেপ্টেম্বর সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে৷ নামবে বাংলাদেশ।
আরও পড়ুন: বিপিএলের খসড়া তালিকায় নেই নাসির
ক্রিফোস্পোর্টস/২২ সেপ্টেম্বর ২৩/এমএ