বিশ্বকাপে ইতোমধ্যে দুইটা ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই ইংলিশদের কাছে বিধ্বস্ত হতে হয়েছে সাকিব বাহিনীকে। ১৩৭ রানের বিশাল ব্যবধানে হেরে পয়েন্ট টেবিলে নেট রান নেটেও খুব সুবিধাজনক অবস্থায় নেই বাংলাদেশ। এমতাবস্থায় দলের মানসিকতায় মিশ্র প্রতিক্রিয়া কাজ করলেও ক্যাপ্টেন সাকিব দলকে নির্ভার রাখার চেষ্টাই করছেন।
আগামী শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে উড়ন্ত ফর্মে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজ বাহিনী। এজন্য আজ (বুধবার) ফ্লাইটে করে চেন্নাই গিয়েছে টিম বাংলাদেশ।
ইংলিশদের বিপক্ষে ব্যাটিং-বোলিং এ ভরাডুবিতে ক্রিকেটারদের নিয়ে সমালোচনা হচ্ছে। তবে এর মাঝে ক্রিকেটাররা নিজেদের নির্ভার রাখার চেষ্টায় আছেন। এই যেমন চেন্নাইগামী বিমানে চড়েই সাকিব-মিরাজ দাবা খেলায় মেতে উঠলেন।
বিসিবির শেয়ার করা একটি ছবির ক্যাপশনে লেখা, দাবা খেলায় সাকিবের চ্যালেন্জ গ্রহণ করেছেন মেহেদী হাসান মিরাজ। যদিও ম্যাচে জয় কার হয়েছে সেটা আর জানা যায়নি।
আগামী শুক্রবার চেন্নাইয়ের চিদাম্বারম স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে বাংলাদেশ দলপতির সোজা-সাপ্টা কথা,’ ইংল্যান্ডের বিপক্ষে আমরা পরিকল্পনা করেই মাঠে নেমেছিলাম। কিন্তু তা মাঠে কাজে লাগাতে পারিনি।
নিউজিল্যান্ড কঠিন প্রতিপক্ষ, আমরা তাদের বিপক্ষে ঠিক মত পরিকল্পনা করে মাঠে নামবো। আমাদের সামনের দিকে এগোতে হবে, এই টুর্নামেন্ট বেশ দীর্ঘ। আমাদের মাঠের সুযোগগুলো কাজে লাগাতে হবে এবং ভালো ক্রিকেট খেলতে হবে।’
আরও পড়ুন: এবার বিশ্বকাপে জরিমানার দুঃসংবাদ পেলো সাকিববাহিনী
ক্রিফোস্পোর্টস/১১অক্টোবর২৩/এমএস/এসএ