Connect with us
ক্রিকেট

লঙ্কার ছয়শো রানের জবাবে নিউজিল্যান্ড গুটিয়ে গেল ৮৮ রানে!

TEst cricket
শ্রীলঙ্কা- নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে ৬০২ রানের পাহাড় সমান লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮৮ রানে গুটিয়ে গেয়েছে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার ৫১৪ রানের লিড থাকায় আবারও নিউজিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা।

এদিন ৬০২ রান শোধ করার জন্য ২২ গজে নামে কিউইরা। মাঠে নেমেই লঙ্কান বোলিং তোপের মুখে পড়ে সফরকারীরা। একের পর এক উইকেটের পতন হয় নিউজিল্যান্ডের। দুই অঙ্কের রান স্পর্শ করেছে মাত্র ৩ জন ব্যাটার। রাচিন রাবিন্দ্র ২৫ বলে ১০, ডার্ল মিচেল ১৫বলে ১৩ এবং মিচেল স্যান্টনারের ৫১ বলে ২৯ রানের ভর করে ৮৮ রান করতে সক্ষম হয় নিউজিল্যান্ড। ৩ অঙ্কের কোটা স্পর্শ করার আগেই গুটিয়ে যাই উইলিয়ামসনরা।

আরও পড়ুন : পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠতে পারবে বাংলাদেশ?

শ্রীলঙ্কা হয়ে দুর্দান্ত বোলিং করেন প্রভাত জয়সুরিয়া। বল হাতে ৬ উইকেট শিকার করেন এই লঙ্কান বোলার। এছাড়াও ৩ উইকেট শিকার করেন নিশান পেইরিজ। একই বোলার এবং ফিল্ডারের মাঝে সবচেয়ে বেশি ৫ ক্যাচ নেয়ার রেকর্ড গড়লেন প্রভাত জয়সুরিয়া এবং ধনাঞ্জয়া ডি সিলভা।

অন্যদিকে প্রথম ইনিংসে ৩ টা সেঞ্চুরি
আসে লঙ্কান ব্যাটার থেকে। দীনেশ চান্ডিমালের ১১৬, ক্যামিন্দু মেন্ডিসের ১৮২ এবং কুশাল মেন্ডিসের ১০৬ রানে ভর ৬০২ রান করে স্বাগতিকরা। বল হাতে গ্লিন ফিলিপ ৩ উইকেট তুলেন এবং একটি উইকেট শিকার করেন টিম সৌদি।

ক্রিফোস্পোর্টস/২৮সেপ্টেম্বর২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট