কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের সেমিফাইনালে ভেনেজুয়েলাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনার যুবারা।
শনিবার বাংলাদেশ সময় রাত ৩টায় (স্থানীয় সময় বিকাল সোয়া ৪টায়) প্যারাগুয়ের মাটিতে ভেনেজুয়েলাকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে পা দেয় মেসি-মার্টিনেজদের উত্তরসূরীরা। এর আগে টানা তিন ম্যাচে হ্যাটট্রিক জয়ে সেমি নিশ্চিত করে আলবিসেলেস্তরা।
এদিন ফাইনাল নিশ্চিতের ম্যাচে আর্জেন্টিনার ডিলান ইচেভেরিয়া প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। পরে জোড়া গোল করে দলকে বড় লিড এনে দেন ইভান মন্টেরস। পরে ভেনেজুয়েলার কফিনে শেষ পেরেক ঠুকে দেন মাতিয়াস বনিনো।
ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ব্রাজিল
এ টুর্নামেন্টে সর্বোচ্চ ১৩টি শিরোপাধারী দল ব্রাজিল। আর্জেন্টিনা জিতেছে ফুটসালের চারটি শিরোপা। এমন সমীকরণে এবারের আসরে ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ব্রাজিল। সেলেসাও যুবারা আগের ম্যাচে কলম্বিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে এবারের আসরের ফাইনালে পা দেয়।
এবার দেখার পালা, ব্রাজিলের শিরোপার রেকর্ড আরও দীর্ঘ হবে নাকি পঞ্চম শিরোপা ঘরে তুলবে মেসিদের উত্তরসূরীরা।
আরও পড়ুন: সাফে বাংলাদেশের টিকে থাকার মিশনসহ টিভিতে আজকের খেলা
ক্রিফোস্পোর্টস/২৫জুন২৩/এসএ