সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। গ্রুপ পর্বের সেরা একাদশ থেকে একটি পরিবর্তন করিয়েছে টাইগাররা। জাকির আলীর পরিবর্তে আজ সুযোগ পেয়েছেন ডানহাতি স্পিন অলরাউন্ডার মাহেদী হাসান।
স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে আজ বৃষ্টির কারণে টস হতে কিছুটা বিলম্ব হয়। তবে বৃষ্টি থেমে যাওয়ায় ম্যাচের সময়ে কোন পরিবর্তন আসেনি। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় মাঠে গড়িয়েছে সুপার এইটে এই দুদলের প্রথম ম্যাচ।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জয় পেলেও এবার সুপার এইটে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। অপরদিকে অজিদের একাদশে এসেছে দুই পরিবর্তন। অ্যাশটন অ্যাগার ও নাথান এলিসের পরিবর্তে আজ মাঠে নেমেছেন ফিরেছেন প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করেছিল বাংলাদেশ। এরপর দক্ষিণ আফ্রিকার কাছে জয়ের অনেক কাছে গিয়েও হারের স্বাদ স্বাদ পায় টাইগাররা। তবে গ্রুপ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস এবং নেপালকে হারিয়ে সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়ার একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।
আরও পড়ুন: ৫ ভেন্যুতে বাংলাদেশের ভারত সফরের সূচি ঘোষণা
ক্রিফোস্পোর্টস/২১জুন২৪/এফএএস