Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে যেখানে সমানে সমান সাকিব-রোহিত

Rohit Sharma and Shakib Al Hasan
রোহিত শর্মা ও সাকিব আল হাসান। - সংগৃহীত

আগামী ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। এই বিশ্বকাপকে ঘিরে আবারও এক বিন্দুতে মিলিত হতে যাচ্ছেন ক্রিকেট বিশ্বের দুই নক্ষত্র ভারত অধিনায়ক রোহিত শর্মা ও বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। এই দু’জনেরই সামনে রয়েছে টানা নয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অনন্য এক কীর্তি গড়ার হাতছানি।

এমনকি টানা ৮ বিশ্বকাপ খেলার রেকর্ড বুকেও শুধু এই দুই জনেরই নাম আছে। আর ২ জুন থেকে শুরু হতে যাওয়া নবম আসরে অস্বাভাবিক বা ইনজুরি জনিত কোন সমস্যায় না পড়লপ এই দুই অভিজ্ঞ খেলোয়াড়ের টানা ৯ বৈশ্বিক আসরে অংশগ্রহণ নিশ্চিত। রোহিত বর্তমানে টিম ইন্ডিয়ার অধিনায়কের দায়িত্ব পালন করছেন আর সাকিব টাইগার দলের অন্যতম গুরুত্বপূর্ণ একজন সদস্য।

এই দু’জনের পাশাপাশি বাংলাদেশেরই আরও একটি নাম থাকতে পারতো, মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু ২০২২ বিশ্বকাপের আগে ফিটনেস ও ফর্ম জনিত কারণ দেখিয়ে দল থেকে বাদ পড়ায় এই স্পিনিং অলরাউন্ডার এমন রেকর্ড আর গড়া হলো না। অবশ্য ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে আছেন ক্যারিয়ারের সায়াহ্নে থাকা এই অলরাউন্ডার। ধারণা করা হচ্ছে, সাকিব-মাহমুদুল্লাহ দু’জনেরই শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে চলেছে এটি।

আরো পড়ুন : ক্রিকেটের প্রথম ‘মডিউলার’ স্টেডিয়াম দেখে মুগ্ধ শান্ত

ক্যারিয়ারের নবম টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বেশ কিছু রেকর্ড গড়ার সুযোগ পাচ্ছেন সাকিব ও রোহিত। এই যেমন অংশগ্রহণের ব্যাপারটা তো আছেই। এছাড়াও বর্তমানে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪৭ উইকেটের মালিক সাকিব আর ৩ উইকেট শিকার করলেই বিশ্বকাপে অর্ধ শতক উইকেট নেওয়া প্রথম ও একমাত্র বোলার বনে যাবেন। বিশ্বকাপে সাকিবের চেয়ে বেশি উইকেট আর কারো নেই। আর সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সাকিবের পেছনে থাকা সবাই ই এখন অবসরে।

অপর দিকে, বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকার শীর্ষে ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি নয় আসরে মোট ৩৯ টি ম্যাচ খেলেছেন। রোহিতের পরই তালিকার দুইয়ে সাকিব আল হাসান। এক্ষেত্রে রোহিতের ম্যাচ সংখ্যা বেশি হওয়ার কারণ ভারত ২০০৭ ও ২০১৪ আসরের ফাইনাল পর্যন্ত গিয়েছিল। এই দু’জন ছাড়া আসন্ন বিশ্বকাপেও খেলবেন এমন ক্রিকেটারের মধ্যে ডেভিড ওয়ার্নারের খেলা ম্যাচের সংখ্যা ৩৪ টি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি রান সংগ্রাহকের তালিকায় রোহিতের রান ৯৬৩। তিনি তালিকার চারে আছেন। ১১৪১ রান নিয়ে তালিকার শীর্ষে তারই স্বদেশী বিরাট কোহলি। দুইয়ে মাহেলা জয়াবর্ধনে ও তিনে ক্রিস গেইল। তবে কোহলি ছাড়া বাকি দু’জনই অবসরে যাওয়ায় তালিকার দুইয়ে উঠে আসার এবারই মোক্ষম সুযোগ রোহিতের জন্য।

পাশাপাশি সব কিছু ঠিকঠাক থাকলে বিশ্বকাপে তৃতীয় ব্যাটার হিসেবে হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন ‘হিট ম্যান’ খ্যাত রোহিত শর্মা। এ তালিকায় সাকিব আছেন ৮ নম্বরে। ৩৬ ইনিংসে তার রান ৭৪২। ব্যাটিং গড় ২৩.৯৩ ও স্ট্রাইক রেট ১২২। আর রোহিতের বিশ্বকাপে ব্যাট হাতে গড় ৩৪.৩৯এবং স্ট্রাইক রেট ১২৭.৮৯। বিশ্বকাপে ৯ টি অর্ধ শতক হাঁকালেও এখনো শতকের দেখা পাননি ভারত কাপ্তান।

ক্রিফোস্পোর্টস/৩১মে২৪/এমএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট