Connect with us
ফুটবল

অবিশ্বাস্য কামব্যাক! টাইব্রেকারে ক্রোয়েশিয়াকে হারিয়ে সেমিতে ফ্রান্স

France secured nations league semifinal by beat Croatia
ক্রোয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স। ছবি- সংগৃহীত

এক কথায় অসাধারণ একটি ম্যাচ গতকাল রাতে উপভোগ করেছে ফুটবল বিশ্ব। যেখানে রীতিমতো অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে ফ্রান্স। কেননা প্রথম লেগে ক্রোয়েশিয়ার কাছে ২-০ গোলে পরাজিত হয়েছিল তারা। সেখান থেকে দ্বিতীয় লেগে অবিশ্বাস্য কামব্যাক দেয় ফরাসিরা। যেই ম্যাচ তারা শেষ পর্যন্ত জিতে নিয়েছে টাইব্রেকারে।

গতকাল রোববার ঘরের মাঠে ক্রোয়েশিয়াকে আতিথ্য দেয় ফ্রান্স। যেখানে ম্যাচের শুরু থেকে ছড়ায় উত্তেজনা। নির্ধারিত সময়ের খেলায় দুই গোল শোধ দেয় ফ্রান্স। এতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ের খেলায়। গোটি ম্যাচে ক্রোয়েশিয়া গোলরক্ষক একাধিক দুর্দান্ত সেভ দিয়ে খেলা আরও জমিয়ে তোলেন। শেষ পর্যন্ত টাইব্রেকারের ১৪তম শটে গিয়ে জয় নিশ্চিত হয় ফ্রান্সের।

দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ফ্রান্স। কিন্তু প্রথমার্ধে বারবার আক্রমণ করেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। বরং ক্রোয়েশিয়ার রক্ষণভাগ এবং গোলরক্ষক ছিলেন দুর্দান্ত ফর্মে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে উত্তেজনা ছড়ায়।


আরও পড়ুন:

» দলকে সেমিতে ওঠানোর ম্যাচে গিনেস বুকে নাম লেখালেন রোনালদো

» নাটকীয় ম্যাচে ডেনিশদের হারিয়ে সেমিফাইনালে পর্তুগাল


৫২তম মিনিটে অবশেষে জালের দেখা পায় ফরাসিরা। বক্সের বাইরে থেকে ওলিসের দুর্দান্ত ফ্রি-কিকে লিড নেয় ফ্রান্স। এটি ছিল তার জাতীয় দলের হয়ে প্রথম গোল। গোলের পর আক্রমণের ধার আরও বাড়ায় স্বাগতিকরা। তবে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে তারা। বিশেষ করে এমবাপ্পে একের পর এক সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন।

শেষ মুহূর্তে যখন মনে হচ্ছিল ম্যাচ ১-০ ব্যবধানে শেষ হবে, তখনই আসে নাটকীয় মুহূর্ত। ৮০তম মিনিটে ওলিসের নিখুঁত পাস থেকে বল পেয়ে গোল করেন উসমান দেম্বেলে। দুই লেগ মিলিয়ে সমতা ফেরায় ফ্রান্স। নির্ধারিত সময়ের খেলা শেষে অতিরিক্ত সময়ে খেলা গড়ালেও কোনো দলই গোলের দেখা পায়নি।

টাইব্রেকারে দুই দলই নিজেদের প্রথম পাঁচ শটের মধ্যে দুইটি করে মিস করে। এরপর সিদ্ধান্ত আসে অতিরিক্ত শটে। ফ্রান্সের দুই শট সফল হলেও ক্রোয়েশিয়ার একটি শট রুখে দেন ফরাসি গোলরক্ষক। আর এতেই নিশ্চিত হয় ফ্রান্সের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প।

এই জয়ে সেমিফাইনালে উঠল ফ্রান্স। যেখানে তাদের প্রতিপক্ষ নেশন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। এবার তাদের সামনে আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।

ক্রিফোস্পোর্টস/২৪মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল