Connect with us
ক্রিকেট

ব্যাটিং ব্যর্থতায় ফাইনালে যাওয়া হলো না বাংলাদেশের

ভারতের কাছে হেরে সেমিফাইনালেই যাত্রা থামলো বাংলাদেশ ‘এ’ দলের
ভারতের কাছে হেরে সেমিফাইনালেই যাত্রা থামলো বাংলাদেশ ‘এ’ দলের। (ছবি- বিসিবি)

ইমার্জিং এশিযা কাপের ফাইনালে যাওয়ার দারুণ সুযোগ ছিল বাংলাদেশ ‘এ’ দলের সামনে। ভারত ‘এ’ দলের ছুঁড়ে দেওয়া ২১২ রানের মোটামুটি লক্ষ্য ছিল সামনে। দুই ওপেনার ভালোই জবাব দিচ্ছিল শুরুতে। কিন্তু ওই দুজন ফিরে যাওয়ার পর আর কেউই থিতু হতে পারেননি ক্রিজে। ফলে ১৬০ রানেই শেষ হয়েছে সৌম্য সরকারদের ইনিংস। ৫১ রানে হেরে সেমিফাইনালেই থামলো টাইগাররা। আর ফাইনাল নিশ্চিত করলো ভারত।

শুক্রবার (২১ জুলাই) কলম্বোর প্রেমাদাস স্টেডিয়ামে টস জেতেন বাংলদেশের দলনায়ক সাইফ হাসান। টস হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারের ৫ বল বাকি থাকতে ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১১ রান তোলে ভারত। ১৩৭ রানে ভারতের ৭ উইকেট পতনের পর খুব অল্প রানে গুটিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছিলে ভারতের। তবে দলনায়ক ইয়াশ ঢুলের ৮৫ বলে ৬৬ রানের ইনিংসে বড় সংগ্রহ পায় ভারত।

ইয়াশ ঢুল ছাড়া ভারতের হয়ে অীভসেক শর্মা ৩৪, সাই সুদর্শন ২১ ও মানব সুথার ২১ রান করেন। বাংলাদেশের হয়ে বল হাতে সবাই ঝলক দেখান। মেহেদি হাসান, তানজিদ হাসান ও রকিবুল হাসান ২টি করে উইকেট নেন। এছাড়া রিপন মণ্ডল, সাইফ হাসান ও সৌম্য সরকার একটি করে উইকেট নেন।

৫০ ওভারে ২১২ রানের ছোট্ট লক্ষ্য তাড়া করতে গিয়ে শুভ সূচনা এনে দেন দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও তানজিদ হাসান। নাইম ৩৮ রানে আউট হলে এই জুটি ভাঙে ৭০ রানে। জাকির হাসান এসে ফিরে যান ৫ রানে। পরে সাইফ হাসান ২২ ও মাহমুদুল হাসান ২০ দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। এর মাঝে ব্যক্তিগত ফিফটি ছুঁয়ে ৫১ রানে ফিরে যান নাঈম।

১২৩ রান স্কোরবোর্ডে থাকার সময় ৪ উইকেট খুইয়েছিল বাংলাদেশ। পরের ৬টি উইকেট হারায় মাত্র ৩৭ রানের ব্যবধানে। নিশান সিন্ধুর বল বুঝেই উঠতে পারছিলো না টাইগাররা। সিন্ধু ৫টি উইকেট নেন। এছাড়া মানব সুথর ৩টি এবং যুবরাজ সিন ও অভিষেক শর্মা একটি করে উইকেট নেন।

এর আগে প্রথম সেমিফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান ‘এ’ দল। আগামী রবিবার (২৩ জুলাই) কলম্বোতে শিরোপার লড়াইয়ে উত্তাপ ছড়ানো ফাইনালে মুখোমুখি হবে ভারত ‘এ’ দল ও পাকিস্তান ‘এ’ দল।

আরও পড়ুন: বাংলাদেশ-ভারত ম্যাচে আবারও আম্পায়ারিংয়ে পক্ষপাত, ক্ষুব্ধ ভক্তরা

ক্রিফোস্পোর্টস/২১জুলাই/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট