পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ ভারতের কাছে পরাজিত হয়েছে বাংলাদেশ। ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এদিন ১০১ রানেই গুটিয়ে যায় নিগার সুলতানার দল। এতে করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে প্রস্তুতিমূলক এই সিরিজে ১-০ তে পিছিয়ে পড়ল টাইগ্রেসরা।
আজ রোববার (২৮ এপ্রিল) সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৪৫ রান সংগ্রহ করে ভারত নারী দল। এদিন সফরকারীদের কাছে বাংলাদেশ হেরেছে ৪৪ রানে। পরাজয়ের রাতে টাইগ্রেসদের হয়ে একমাত্র লড়াই করে গেছেন অধিনায়ক নিগার সুলতানা। ম্যাচে সর্বোচ্চ ৪৮ বলে ৫১ রান করেন তিনি।
এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে দারুন শুরু করে ভারত। দলের সর্বোচ্চ ২৯ বলে ৩৬ রান করেছেন ইয়াস্তিকা ভাটিয়া। অধিনায়ক হারমানপ্রীত খেলেছেন ২২ বলে ৩০ রানের একটি দারুণ ইনিংস। শেফালী ভার্মার ব্যাট থেকে এসেছে ২৩ বলে ৩১ রান। বাংলাদেশের হয়ে প্রতিপক্ষের ৩ উইকেট শিকার করেছেন রাবেয়া খান। এছাড়া জোড়া আঘাত হেনেছেন মারুফা আক্তার।
রান তাড়া করতে নেমে নিয়মিত বিরোতিতে উইকেট হারায় বাংলাদেশ। তবে চার নম্বরে ব্যাটিংয়ে নামা নিগার সুলতানা লম্বা সময় আগলে রাখেন উইকেটের এক প্রান্ত। তবে অপর প্রান্তে তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ না থাকায় পরাজয় বরণ করে বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০১ রান করতে সক্ষম হয় টিম টাইগ্রেসরা।
আগামী ৩০ এপ্রিল একই মাঠে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে মাঠে নামবে বাংলাদেশ নারী দল।
আরও পড়ুন: জাতীয় দলে তামিমের ফেরা প্রসঙ্গে যা জানালেন পাপন
ক্রিফোস্পোর্টস/২৮এপ্রিল২৪/এফএএস