Connect with us
ক্রিকেট

‘ভারত আর পাকিস্তান এক নয়, বাংলাদেশকে দিতে হবে কঠিন পরীক্ষা’

বাংলাদেশকে নিয়ে কথা বললেন গাঙ্গুলী। ছবি- সংগৃহীত

কিছুদিন আগেই পাকিস্তানকে তাদের ঘরের মাঠে টেস্ট সিরিজ হোয়াইটওয়াশ করে ফিরেছে বাংলাদেশ দল। এবার টাইগারদের পরবর্তী মিশন ভারত সফর। আসন্ন এই সিরিজের আগে বেশ আত্মবিশ্বাসী শান্ত বাহিনী। তবে ভারতের মাটিতে বাংলাদেশের জন্য লড়াই খুব একটা সহজ হবে না, মনে করিয়ে দিলেন সৌরভ গাঙ্গুলী।

সম্প্রতি সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে স্থানীয় গণমাধ্যমের সামনে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ নিয়ে কথা বলেছেন এই সাবেক ভারতীয় তারকা ক্রিকেটার। যেখানে তিনি উল্লেখ করেন ভারত আর পাকিস্তান এক নয়। বর্তমানের ভারত দল বেশ শক্তিশালী। ঘরের মাঠে তাদের হারানো কঠিন চ্যালেঞ্জ হবে।

ভারতকে এগিয়ে রাখলেও বাংলাদেশকে সমীহ করে সৌরভ গাঙ্গুলী বলেন, ‘ভারতের বিপক্ষে বাংলাদেশের লড়াই বেশ কঠিন হবে। বাংলাদেশকে সম্পূর্ণ সমীহ করেই বলছি, বর্তমানে পাকিস্তান আর ভারত এক রকম দল নয়। দু’দলের শক্তিমত্তার মধ্যে পার্থক্য আছে। ভারতকে শুধু নিজেদের দেশেই নয়, বিদেশেও মোকাবিলা করা কঠিন।’

তবুও বাংলাদেশের বিপক্ষে কোন সুযোগ নিতে চায় না ভারত। তাই নিজেদের সেরা প্রস্তুতি নিচ্ছে বলেও মনে করেন এই ক্রিকেটার, ‘পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে আত্মবিশ্বসী বাংলাদেশ। কিন্তু ভারতের বর্তমান দলটি অনেক বেশি শক্তিশালী। তারপরও বাংলাদেশের বিপক্ষে সেরা প্রস্তুতি নিতে হবে ভারতকে।’

প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইয়ের উইকেট নিয়ে গাঙ্গুলী বলেন, ‘চেন্নাইয়ের উইকেট কেমন হবে জানি না। তবে সাধারণত সেখানকার উইকেটে বল ভালোই টার্ন করে। বোলাররা দারুণ পারফরমেন্স করে। এর আগের খেলা গুলোতেও স্পিনের বিপক্ষে ভালোই খেলেছে ভারতের ব্যাটাররা। আশা করি ভারতের জন্য অসুবিধা হবে না।’

টেস্ট সিরিজের পর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ও কিভাবে বাংলাদেশ। এরই মধ্যে ভারতের বিপক্ষে টেস্ট সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নাজমুল হাসান শান্তকে অধিনায়ক করে দেয়া হয়েছে ১৬ সদস্যের টেস্ট দল। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের ভারত মিশন।

এরপর দ্বিতীয় টেস্টে ২৭ সেপ্টেম্বর কানপুরে মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। আগামী ৬, ৯ ও ১২ অক্টোবর ধারাবাহিক ভাবে খেলা হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ।ম্যাচ তিনটি যথাক্রমে খেলা হবে গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদে। টেস্ট ম্যাচ গুলো সকাল ১০টায় এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

আরও পড়ুন: কোরিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়

ক্রিফোস্পোর্টস/১৬সেপ্টেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট