আর মাত্র সপ্তাহখানেক পরই মাঠে গড়াবে এশিয়া কাপ। পাকিস্তান ও বাংলাদেশের পর দল ঘোষণা করলো ভারতও। চমক দেখানে এই দলের রয়েছে স্বস্তির খবর। ১৭ সদস্যের দলে আছেন ইনজুরি থেকে ফেরা লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ার।
সোমবার (২১ আগস্ট) ভারতের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক অজিত আগারকার। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন তিলক ভার্মা। আয়ারল্যান্ড সিরিজে দলে আসা জাসপ্রীত বুমরা ও প্রসিদ্ধ কৃষ্ণও আছেন এশিয়া কাপ দলে।
আগামী ৩০ আগস্ট শুরু হবে এশিয়া কাপ। শ্রীলঙ্কা ও পাকিস্তানে যৌথাবে বসবে এবােরের আসর। দুটি গ্রুপে খেলবে ৬টি দেশ। গ্রুপ ‘এ’ এ আছে ভারত, পাকিস্তান ও নেপাল। আর গ্রুপ ‘বি’ তে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
১৭ সদস্যের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণ।
আরও পড়ুন: গোপন ছিল মৃত্যু সংবাদ, শিরোপা জিতে লিখলেন-বাবা শান্তিতে ঘুমাও
ক্রিফোস্পোর্টস/২১আগস্ট২৩/এজে