Connect with us
ক্রিকেট

পূর্ণশক্তির দল ঘোষণা করল ভারত, জায়গা পেলেন না শামি

ভারতের টেস্ট দল। ছবি- ক্রিকইনফো

হায়দরাবাদে আজ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারত। এই সিরিজ শেষ হলেও বিশ্রামের সুযোগ নেই স্বাগতিকদের। আর ৪ দিন বাদেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মুখোমুখি হবে ভারত। এবার আসন্ন এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

রোহিত শর্মার নেতৃত্বাধীন ১৫ সদস্যের এই দল অনেকটা বাংলাদেশ সিরিজের ভারত টেস্ট স্কোয়াডের সঙ্গে মিলে যায়। নিউজিল্যান্ড সিরিজে টেস্ট দলে আসেনি তেমন কোনো চমক। বাংলাদেশ সিরিজে খেলানো স্কোয়াডে যোগ হয়নি আর কোন নাম। বরং কোন ম্যাচে সুযোগ না পাওয়া ইয়াশ দয়াল পড়েছেন বাদ।

এদিকে ক্রিকেটে ফেরার সম্ভাবনা জাগিয়েও ফেরা হয়নি মোহাম্মদ শামির। গেল বছর ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে চমক জাগানো বোলিং করেছিলেন এই পেসার। হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি। তবে এরপর থেকেই চোটের কারণে আছেন দলের বাইরে।

চোট কাটিয়ে মাঠে ফিরতে ভারতের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে পুনর্বাসনে আছেন শামি। বোলিং শুরু করলেও পুরোপুরি ছন্দে ফেরেননি এই ক্রিকেটার। তাই এখনই লম্বা ফরমেটের এই ক্রিকেটে দলে ভেড়ানো হয়নি তাকে। ধারণা করা হচ্ছে আগামী মাসে অস্ট্রেলিয়া সিরিজে দেখা যেতে পারে শামিকে।

আরও পড়ুন:

» ভারত সিরিজের শেষ ম্যাচে দেখা দিয়েছে বৃষ্টির সম্ভাবনা

» নারী বিশ্বকাপ : প্রথম দল হিসেবে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে নতুন কোন ক্রিকেটার জায়গা না পেলেও রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে থাকবেন চার ক্রিকেটার। এছাড়া ভারতের নতুন সহ-অধিনায়ক ঘোষণা করা হয়েছে জসপ্রিত বুমরাহকে। যেখানে বাংলাদেশ সিরিজে এই পদে ছিল না কোন ক্রিকেটার।

আগামী ১৬ অক্টোবর থেকে বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে ভারত। এরপর দ্বিতীয় টেস্ট খেলতে পুনেতে যাবে উভয় দল। ম্যাচ শুরু হবে ২৪ অক্টোবর। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১ নভেম্বর মুম্বাইয়ে।

ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ় খান, ঋষভ পান্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপ।

রিজার্ভ তালিকা: হার্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, মায়াঙ্ক যাদব ও প্রসিধ কৃষ্ণা।

ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট