চলতি মাসের ২২ তারিখ থেকে পর্দা উঠবে বিশ্বের সবথেকে বড় ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলের ১৭তম আসরের। তবে এর আগেই হঠাৎ ভারতের সব ধরনের ক্রিকেট থেকে নিজের অবসর ঘোষণা করলেন মহেন্দ্র সিংহ ধোনির সতীর্থ ক্রিকেটার শাহবাজ নাদিম। মূলত বিদেশি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট গুলো খেলতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ভারত জাতীয় দলের প্রাক্তন এই বাঁহাতি স্পিনার আসন্ন আইপিএলে ছিলেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে। গতকাল মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন নাদিম।
অবসর ঘোষণা করে নাদিম বলেছেন, ‘বিষয়টা বেশ কিছু ধরে বিবেচনা করেছি। তারপর তিন ধরনের ক্রিকেট থেকেই অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সব সময় মনে হয়েছে, ভাল কিছু করার ইচ্ছা থাকলে সবাই নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ভারতীয় দলে আমার আর সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে বলে মনে হয় না। তরুণদের সুযোগ দেওয়াই ভাল। এখন আমি বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে আমি ক্রিকেট বিশ্বে খেলা এবং ব্যবসায়িক দিক থেকে নতুন সুযোগগুলি কাজে লাগাতে পারব। নতুন পরিবেশে নতুন ধরনের চ্যালেঞ্জ নিতে আমি মুখিয়ে থাকবো। আমি বিশ্বাস করি যে, এটি একজন ক্রিকেটার হিসাবে আমার যাত্রার পরবর্তী ধাপ এবং আমি আমার জীবনের এই নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় করছি।’
ঝাড়খণ্ডের হয়ে প্রায় ২০ বছর প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন নাদিম। প্রথম শ্রেণির ক্রিকেটে নাদিমের রয়েছে ৫৪২ উইকেট। ঝাড়খণ্ডের হয়ে অবসরের সিদ্ধান্ত ঘোষণার পাশাপাশি কখনও রঞ্জি ট্রফি না জেতার আক্ষেপের কথাও জানিয়েছেন তিনি। তবে প্রত্যাশা করেন, আগামী দিনে ঝাড়খণ্ড রঞ্জি ট্রফি বা জাতীয় স্তরের কোনও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবে।
২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। এখন পর্যন্ত দেশের হয়ে দু’টি টেস্ট খেলার সুযোগ হয়েছে এই বাঁহাতি স্পিনারের। আন্তর্জাতিক ক্রিকেটে ৮ উইকেট রয়েছে তাঁর নামের পাশে।
আইপিএলে ২০১১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছেন নাদিম। ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত ছিলেন সানরাইজার্স হায়দরাবাদের ডেরায়। ২০২২ সালের পর থেকে আছেন লখনউ সুপার জায়ান্টসের সদস্য হয়ে। তবে আইপিএল শুরুর ১৮ দিন আগেই অবসর এই ঘোষণা দিলেন তিনি।
আরও পড়ুন: সিরিজে আজ ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, মিরাজের কন্ঠে আত্মবিশ্বাস
ক্রিফোস্পোর্টস/৬মার্চ২৪/এফএএস