সংযুক্ত আরব আমিরাতে চলছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এরই মাঝে আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল ভারত। আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৫ তম আসর।
২০২৪ যুব ওয়ানডে বিশ্বকাপে ১৬ টি দলকে চারটি আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে। যার মধ্যে ভারত থাকছে গ্রুপ ‘এ’ তে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে প্রতিবেশী বাংলাদেশ। এছাড়াও আছে আয়ারল্যান্ড এবং আমেরিকাও।
তবে বিশ্বকাপের আগেই নিজেদের আরও ঝালিয়ে নিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলার পরিকল্পনা রয়েছে ভারতের। যে সিরিজে ভারত ও দক্ষিণ আফ্রিকা ছাড়াও থাকবে ইংল্যান্ড।
উদয় সাহারানকে অধিনায়ক রেখে ভারত যুব বিশ্বকাপের জন্য অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে বিসিসিআই। দলে সহ-অধিনায়ক হিসেবে থাকছেন সৌমি কুমার পান্ডে। এছাড়াও চারজন রিজার্ভ ক্রিকেটার থাকছে অতিরিক্ত হিসেবে।
যুব বিশ্বকাপে ভারত অনূর্ধ্ব-১৯ দল:
উদয় সাহারান (অধিনায়ক), সৌমি কুমার পান্ডে (সহ-অধিনায়ক), আরশিন কুলকার্নি, আদর্শ সিংহ, রুদ্র ময়ূর প্যাটেল, শচীন ধস, প্রিয়াংশু মোলিয়া, মুশির খান, আরাভেলি অবনীশ রাও (উইকেটরক্ষক), মুরুগান অভিষেক, ইন্নেশ মহাজন (উইকেটরক্ষক), ধানুশ গৌড়া, আরাধ্য শুক্ল, নমন তিওয়ারি ও রাজ লিম্বানি।
রিজার্ভ: জয়ন্ত গোয়াত, দ্বিগ্বিজয় প্যাটেল, কিরণ চোরমলে ও পি ভিগনেশ।
আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ : লঙ্কানদের ২০০ ছুঁতে দিল না বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/১৩ডিসেম্বর২৩/এসএফ/এমটি