অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে ভারত। আইসিসির বেঁধে দেওয়া সময়ের এক সপ্তাহ পর টিম ইন্ডিয়ার দল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (১৮ জানুয়ারি) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে ভারতীয় দলে সবচেয়ে বড় চমক মোহাম্মদ সিরাজের বাদ পড়া। দলের এই তারকা পেসারকে ছাড়াই আসন্ন এই মেগা টুর্নামেন্টে অংশ নেবে টিম ইন্ডিয়া।
রোহিত শর্মার বর্তমান ফর্ম ও অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন থাকলেও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার ওপরই ভরসা রাখছে বিসিসিআই। ই মারকুটে ওপেনারের নেতৃত্বেই আরব আমিরাতের মাটিতে খেলবেন কোহলিরা। এছাড়্রা সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শুবমান গিল।
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার জন্য ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল আইসিসি। তবে দল ঘোষণার জন্য আইসিসির কাছে কিছুদিন সময় চেয়ে নিয়েছিল ভারত ও পাকিস্তান। এ নিয়ে ভারত সহ মোট ৭টি দল স্কোয়াড ঘোষণা করেছে। তবে এখনো স্বাগতিক পাকিস্তান স্কোয়াড ঘোষণা করেনি।
আরও পড়ুন:
» দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের
» তাড়াহুড়ো করতে চান না সৌম্য, কবে ফিরবেন জানালেন নিজেই
মূলত জাসপ্রিত বুমরাহ ইনজুরিতে থাকায় দল নির্বাচনে সময় নিয়েছে বিসিসিআই। তবে অবশেষে দলের এই প্রধান পেসারকে রেখেই স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এছাড়া কিছুদিন আগে ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা মোহাম্মদ শামিও রয়েছেন দলে। এছাড়া তৃতীয় পেসার হিসেবে রয়েছেন দুর্দান্ত ছন্দে থাকা আর্শদ্বীপ সিং। তবে আরব আমিরাতের কন্ডিশন বিবেচনায় তিন পেসার নিয়েই দল সাজিয়েছে ভারত। যে কারণে চতুর্থ পেসার হিসেবে জায়গা হয়নি মোহাম্মদ সিরাজের। এছাড়া পেস বোলিং অলরাউন্ডার হিসেবে থাকছেন হার্দিক পান্ডিয়া।
এদিকে স্পিন বিভাগে রয়েছেন কুলদ্বীপ যাদব এবং তাকে সঙ্গ দেবেন তিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। এছাড়া ব্যাটিং বিভাবে রোহিত-শুবমানদের সঙ্গে থাকছেন যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, ঋষভ পন্ত, লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ার।
আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। পরদিন (২০ ফেব্রুয়ারি) দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে টিম ইন্ডিয়া।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের স্কোয়াড :
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, ঋষভ পন্ত, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও আর্শদ্বীপ সিং।
ক্রিফোস্পোর্টস/১৮জানুয়ারি২৫/বিটি